Advertisement
Advertisement
Andhra Pradesh

কলেজ পড়ুয়ার উপর অমানুষিক নির্যাতন, ঘিরে ধরে ইলেকট্রিক শক! দায়ের এফআইআর

পুলিশে অভিযোগ দায়ের করেছে পড়ুয়ার অভিভাবক।

Seniors accused of giving electric shock to junior student at Andhra Pradesh
Published by: Subhankar Patra
  • Posted:August 10, 2025 2:40 pm
  • Updated:August 10, 2025 4:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে কলেজ পড়ুয়াকে অমানুষিক নির্যাতন! র‍্যাগিংয়ের নামে বিভিন্ন আপত্তিকর প্রশ্নের পর ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ একদল সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে। অসুস্থ নির্যাতনের শিকার ছাত্র। পুলিশে দায়ের এফআইআর। কড়া শাস্তির দাবি তুলেছেন পড়ুয়ার পরিবার। প্রকাশ্যে ভয়াবহ ভিডিও।

Advertisement

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে। সেখানে প্রথম বর্ষের এক ছাত্রকে ঘিরে ধরে হস্টেলে শারীরিক হেনস্তা করা হচ্ছে। দেওয়া হচ্ছে ইলেকট্রিক শক। এমনই একটি ভয়ংকর ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। তবে কলেজ কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

অভিযোগ, ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্ররা ওই প্রথমবর্ষের পড়ুয়াকে ধরে নিয়ে র‍্যাগিং করে। অসুস্থ হয়ে পড়ে নাবালক পড়ুয়া। ভিডিও ভাইরাল হতেই পুলিশে অভিযোগ জানিয়েছে নির্যাতনের শিকার ছাত্রের অভিভাবক। ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা সকলে নাবালক। বাকি তদন্ত চলছে। 

এই ঘটনা নাবালক পড়ুয়াদের মানসিক গঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নাবালকদের অন্যের উপর নির্যাতনের প্রবৃত্তি দেখে শিউরে উঠছে শিক্ষামহল থেকে মনোবিদরাও। ছোট বয়সে এই প্রবণতা থাকলে আগামীতে এর ফল কী হবে তা নিয়ে চিন্তায় অভিভাবকমহল। এদিকে এই ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছে র‍্যাগিং বিরোধী একাধিক সংগঠন। কড়া শাস্তির দাবি তুলেছেন তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ