Advertisement
Advertisement
Donald Trump

ট্রাম্পের শুল্কবাণে জোর ধাক্কা দালাল স্ট্রিটে, ৫০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স

ট্রাম্পের অনড় মনোভাবের পরই পড়ছে সেনসেক্স-নিফটি।

Sensex drops more than 500 points after Donald Trump announces tariff

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 8, 2025 11:54 am
  • Updated:August 8, 2025 12:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকার শুল্কযুদ্ধের আবহে ধস নামল শেয়ার বাজারে। শুক্রবার বাজার খোলার খানিকক্ষণের মধ্যেই ৫৬০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্স। দেড়শো পয়েন্ট পতন হয়েছে নিফটিতেও। উল্লেখ্য, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনা আপাতত বন্ধ। এই ঘোষণার পরেই রক্তক্ষরণ শুরু শেয়ার বাজারে।

Advertisement

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, “ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এরপরে কি আপনি আশা করেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরও বাড়বে?” ট্রাম্পের জবাব, “না, যতদিন না এই সমস্যা মিটছে ততদিন আলোচনা হবে না।”

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরদিন খুব একটা ধাক্কা খায়নি শেয়ার বাজার। কিন্তু ট্রাম্পের অনড় মনোভাবের পর হুহু করে করে বিক্রি হয়ে যাচ্ছে বিদেশি সংস্থার শেয়ার। সেই সঙ্গে মার্কিন ডলারের নিরিখে হয়ে যাচ্ছে টাকা। জোড়া ফলা আছড়ে পড়তেই বড়সড় পতন হয়েছে দালাল স্ট্রিটে। সম্প্রতি দেশীয় সংস্থাগুলি বেশি পরিমাণে শেয়ার কেনার ফলে ভারতের স্টক এক্সচেঞ্জ খানিকটা শক্তিশালী হয়েছিল। কিন্তু ট্রাম্পের শুল্কবাণের জেরে সেই উত্থানও মুছে যাওয়ার পথে।

৫০ শতাংশ শুল্ক চাপানোর জেরে ভারত থেকে আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করা হতে পারে। তার জেরে কিছুটা হলেও ভারতের বাজার ধাক্কা খাবে। সেই পদক্ষেপের জেরে আরও নিম্নমুখী হবে শেয়ার বাজার, রয়েছে সেই সম্ভাবনাও। এখানেই শেষ নয়, শুল্কযুদ্ধের আবহে আগামী সপ্তাহে বাজার আরও পড়তে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকমহলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ