Advertisement
Advertisement
Sensex

ট্রাম্পের শুল্কবাণে রক্তাক্ত দালাল স্ট্রিট, বাজার খুলতেই উধাও ১৯ লক্ষ কোটি টাকা

প্রায় ৪ হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স।

Sensex drops nearly 4 thousand after Trump announces tariff
Published by: Anwesha Adhikary
  • Posted:April 7, 2025 10:32 am
  • Updated:April 7, 2025 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্ল্যাক মানডে’র স্মৃতি ফিরল ভারতের শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়ল সেনসেক্সের সূচক। হাজার পয়েন্ট পড়েছে নিফটিও। বেলা গড়াতে বাজারের হাল খানিকটা ফিরলেও রক্তক্ষরণ অব্যাহত। শেষ পর্যন্ত কত নিচে নামবে ভারতের শেয়ার বাজারে, আশঙ্কা বিনিয়োগকারীদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করার পরেই নিম্নমুখী ভারতের শেয়ার বাজার। লাগাতার পড়েছে সেনসেক্স-নিফটির সূচক। তবে সোমবার বড়সড় পতন হবে গোটা বিশ্বের শেয়ার বাজারে, সেই আশঙ্কা ছিলই। আশঙ্কা সত্যি করে বিরাট পতন হল শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতে সোমবার বাজার খুলতেই দেখা যায়, প্রায় চার হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। ৩৯৩৯.৬৮ পয়েন্ট পড়ে ৭১ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্সের সূচক। প্রায় ৩.৯ শতাংশ পতন হয়েছে সোমবার সকালে।

বেলা বাড়তে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সেনসেক্স। তা সত্ত্বেও পাহাড়প্রমাণ লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। ট্রেন্ট, টাটা স্টিল, টাটা মোটরস, জেএসডব্লিউ স্টিল, শ্রীরাম ফিনান্স- একের পর এক সংস্থার শেয়ারের দাম হুহু করে পড়ছে। ৪ থেকে ৭ শতাংশ পড়ে গিয়েছে গাড়ি-আইটি সংস্থাগুলির শেয়ার। ৭ শতাংশ পড়েছে আদানি গোষ্ঠীর একাধিক সংস্থার শেয়ার। ছোট এবং মাঝারি সংস্থার শেয়ার যথাক্রমে ৬.২ এবং ৪.৬ শতাংশ পড়েছে। সবমিলিয়ে ভারতের বাজারে বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে একদিনের মধ্যেই।

ওয়াকিবহাল মহলের আশঙ্কা ছিল, ১৯৮৭ সালের ব্ল্যাক মানডে’র মতোই শেয়ার বাজারে বিরাট ধস নামতে পারে। সোমবার সেই আশঙ্কাই সত্যি হতে শুরু করেছে বিশ্বের বাজারে। চিনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স ৪.২১ শতাংশ পড়ে গিয়েছে। ৭ শতাংশ পড়ে গিয়েছে জাপানের নিক্কেই সূচক। দক্ষিণ কোরিয়ার কোসপির সূচক পড়েছে ৪.৮ শতাংশ। হংকংয়ের শেয়ার বাজার পড়েছে ৯ শতাংশেরও বেশি। অস্ট্রেলিয়া এবং তাইওয়ানের শেয়ার বাজার যথাক্রমে ৬ এবং ৯.৮ শতাংশ পড়েছে। সবমিলিয়ে ধুঁকছে গোটা বিশ্বের শেয়ার বাজার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement