সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মধ্যেই রেস্তরাঁয় খেতে যান? অনেক সময়ই কি এমনটা হয় যে, রেস্তরাঁর আতিথেয়তা পছন্দ হল না, তবু হাসি মুখে পুরো সার্ভিস চার্জ দিয়ে দিতে হল? যদি হয়েও থাকে, এবার থেকে এমনটা আর হবে না৷ নতুন বছরে আম আদমির জন্য এই নয়া ঘোষণা করল কেন্দ্র৷
সোমবার জানানো হয়েছে, এবার থেকে আর বাধ্যতামূলক থাকছে না রেস্তরাঁর পরিষেবা কর৷ এতদিন পর্যন্ত কর্মীদের টিপসের পরিবর্তে ৫-২০ শতাংশ পরিষেবা কর যোগ হত খাবারের দামের সঙ্গে৷ যে কেউ রেস্তরাঁয় খেলেই তাঁকে এই দাম দিতে হত৷ রেস্তরাঁর সার্ভিসে সন্তুষ্ট না হলেও দিতে হত এই টাকা৷ কিন্তু এখন থেকে আর তা বাধ্যতামূলক থাকছে না৷ কেননা এবার পরিষেবা কর দেওয়ার বিষয়টি পুরোপুরি গ্রাহকের ইচ্ছে অনুযায়ী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উপভোক্তা দপ্তর এই মর্মে রাজ্য সরকারকে নির্দেশিকাও পাঠিয়েছে৷ সেই নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে সমস্ত হোটেল বা রেস্তরাঁকে এবার থেকে জানাতে হবে, আদৌ তাঁদের আতিথেয়তায় গ্রাহক সন্তুষ্ট হয়েছেন কিনা৷ যদি হয়, তবেই তাঁদের বিলের সঙ্গে সার্ভিস চার্জ যোগ করা হবে৷ নাহলে শুধু খাবার বিল মেটালেই চলবে৷
Dept of Consumer Affairs asks State Govts to advise hotels/restaurants to give info tht consumer has discretion to pay service charge or not
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.