প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা রক্তক্ষরণের পর অবশেষে সুদিন ফিরল শেয়ার বাজারে! বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে বুধবার ৯০০ পয়েন্টের লম্বা লাফ দিল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। বুধ সকালে দালাল স্ট্রিটে মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এবার ভালো সময় আসতে চলেছে বাজারে।
বুধবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। দুপুরে ৯০৮.৬৫ পয়েন্ট বাড়ে সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক শতাংশের বেশি বেড়ে পৌঁছে যায় ৭৩,৮৯৮.৫৮। পাশাপাশি, ২৯৭.৫০ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে এক শতাংশের বেশি বেড়ে নিফটি পৌঁছে যায় ২২,৩৮০.১৫তে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিফটি ও সেনসেক্সের সূচকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি ৭৩,৬৬৫ থেকে ৭৩,৮৯৮ পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে সেনসেক্স।
যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, জেএসডব্লু এনার্জি, আদানি পোর্ট, জিও ফিন্যান্স, হিন্দুস্থান জিঙ্ক লিমিটেড, সেল, আইডিবিআই ব্যাঙ্কের মতো শেয়ারগুলিতে। ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলি। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে বাজাজ ফিনান্স, ডিআইভিআই ল্যাব, ম্যানকাইন্ডের মতো শেয়ারগুলিতে।
বাজার বিশেষজ্ঞদের মতে, গত প্রায় একমাস ধরে লাগাতার নিচের দিকে নামছিল শেয়ারবাজার। বিরাট পতনের পর এই উত্থান প্রত্যাশিতই ছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক ধাক্কার জেরে খুব একটা সাফল্যের মুখ দেখেনি দালাল স্ট্রিট। একটানা পতনের পর এবার শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে বলেই আশা করা হচ্ছে। বিনিয়োগের পরিমাণও বাড়ছে ক্রমশ। তারই ফল দেখা যাচ্ছে শেয়ার বাজারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.