Advertisement
Advertisement
Share Market

ট্রাম্পের ‘শুল্কবাণে’ তছনছ ভারতের বাজার, একধাক্কায় বিরাট পতন সেনসেক্স ও নিফটিতে

মঙ্গলবার শুল্ক কার্যকর হওয়ার আগেও বিরাট ধাক্কা খেয়েছে শেয়ার বাজার।

Share Market: Sensex Drops 600 Points, Nifty Down 180 Amid US Tariffs On Indian Goods
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2025 10:48 am
  • Updated:August 28, 2025 1:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’ সামাল দিতে প্রাথমিকভাবে হিমশিম খাচ্ছে ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বড়সড় ধস নামল সেনসেক্স এবং নিফটিতে। সেনসেক্স একধাক্কায় নেমে গেল প্রায় ৬০০ পয়েন্ট। নিফটিতেও পতন হয়েছে ৫০ পয়েন্ট।

Advertisement

এদিন সকালে বাজার খোলার এক ঘণ্টার মধ্যে সেনসেক্স ৬০০ পয়েন্ট নেমে গিয়ে ৮০ হাজার ৩০০ পয়েন্টের আশেপাশে ট্রেড করতে থাকে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ৫০ পয়েন্ট নেমে গিয়ে ২৪ হাজার ৫৮০ পয়েন্টের আশেপাশে ট্রেড করা শুরু করে। ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে ১৪টিই লোকসানে চলছে। যার ফলে বাজার থেকে কয়েক লক্ষ কোটি টাকা উবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার ঠিক আগেও বিরাট পতন দেখেছিল শেয়ার বাজার। সেনসেক্স ও নিফটি দুটোই একধাক্কায় ১ শতাংশ করে পড়ে যায়। যা কিনা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। যার ফলে বাজার থেকে প্রায় ৫ লক্ষ কোটি টাকা উবে যায়। গণেশ চতুর্থীর জন্য বুধবার বাজার বন্ধ ছিল। বৃহস্পতিবার ফের বাজার খুলতেই ধস।

উল্লেখ্য, ভারতের রপ্তানির উপর সব মিলিয়ে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকাল ৯টা ৩১ মিনিটে (ভারতীয় সময়) সেটি কার্যকর হওয়ার পর একে সাম্প্রতিক ইতিহাসে অন্যতম কঠোর বাণিজ্যিক শাস্তি হিসাবে দেখা হচ্ছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, নতুন হারের আওতায় পড়বে সমস্ত ভারতীয় পণ্য যা বুধবারের পরে আমেরিকার বাজারে প্রবেশ করবে। ভারত সরকারের হিসাবে, এই শুল্ক বৃদ্ধি ৪৮.২ বিলিয়ন ডলারের রপ্তানিকে সরাসরি প্রভাবিত করবে। বাণিজ্য মন্ত্রকের আধিকারিকদের আশঙ্কা, আমেরিকায় রপ্তানি এতটাই ব্যয়সাপেক্ষ হয়ে উঠবে যে, তা কার্যত বাণিজ্যিকভাবে অসম্ভব হয়ে পড়বে। মার্কিন এই শুল্কবাণের ধাক্কা সামাল দিতে ব্যর্থ হচ্ছে শেয়ার বাজার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ