সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমুল গার্ল’ আসলে কে? ওই নীল চুল ও লাল বিন্দু বিন্দু ডিজাইনের ফ্রক পরা বালিকার নেপথ্যে কি কোনও বাস্তব চরিত্র রয়েছে? সম্প্রতি আরও একবার এই নিয়ে চর্চা শুরু হয়েছে। বিতর্ক উসকে দিয়েছেন বিপণন উপদেষ্টা সঞ্জয় অরোরা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, আমুল গার্ল আসলে কংগ্রেস সাংসদ শশী থারুরের বোন শোভা থারুর শ্রীনিবাসন। আমুলের প্রথম সাদাকালো বিজ্ঞাপণে শোভাই ছিলেন। পরে তারই আদলেই নাকি তৈরি হয় আমুল গার্লের ইলাস্ট্রেশনটি কার্টুন চরিত্র।
সঞ্জয় অরোরার ভিডিওটি চোখে পড়ার পরই ঝড় ওঠে নেটদুনিয়ায়। কয়েকদিন আগে শোভা থারুর শ্রীনিবাসনও এক্স হ্যান্ডেল পোস্টে জানান, তিনিই প্রথম ‘আমুল বেবি’। তাঁর ছবিই ব্যবহার হয়েছিল আমুলের সাদাকালো বিজ্ঞাপণে। ছবিটি তুলেছিলেন বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
Received a charming reel posted by from so many asking whether I inspired the UtterlButterly blue haired cherub. Yes I was the first Amul baby. Yes took the photos. My sister was in the 2nd colour campaign. We may have. But we don’t know.
— Shobha Tharoor Srinivasan (@ShobhaTharoor)
পোস্টে শোভা আরও জানান, আমুলের রঙিন বিজ্ঞাপণে তাঁর আরেক বোন স্মিতা থারুরও ছিল। অবশ্য তাঁর ছেলেবেলার ছবিই ইউস্টাস ফার্নান্ডেজ সৃষ্ট ‘আমুল গার্লে’র অনুপ্রেরণা কি না, সেই বিষয়ে নিশ্চিত নন তিনি। উল্লেখ্য, বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুরও একবার জানিয়েছিলেন তাঁর দুই বোনই ‘আমুল বেবি’।
We wish to clarify the Amul Girl illustration is not influenced by Ms Shobha Tharoor. She was created by Mr Sylvester daCunha and illustrator Mr Eustace Fernandes.
— Amul4Customer (@amulcares)
যদিও সব জল্পনা উড়িয়ে আমুলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আমুলের বিজ্ঞাপনের ওই ছোট্ট মেয়েটি আদৌ শোভা থারুরের অনুপ্রেরণায় তৈরি হয়নি। ওই ইলাস্ট্রেশনের সৃষ্টিকর্তা সিলভেস্টার ডা কুনহা ও শিল্পী ইউস্টাস ফার্নান্ডেজ।
যদিও ভাইরাল ভিডিওতে বিপণন উপদেষ্টা সঞ্জয় অরোরা দাবি করেছেন, গত শতাব্দীর ছয়ের দশকে আমুলের তৎকালীন বিজ্ঞাপন প্রধান সিলভেস্টার ডিকুনহা তাঁর বন্ধু চন্দন থারুরের কাছে তাঁর সন্তানদের ছবি চেয়েছিলেন। তারই মধ্যে ছিল শোভার ছবিও। তখন তাঁর ১০ মাস বয়স। সেই ছবিই নাকি অনুপ্রাণিত করেছিল শিল্পী ইউস্টেস ফার্নান্দেজকে! যিনি পরে “আটারলি বাটারলি” মেয়েটির কার্টুন চরিত্র তৈরি করেন, যা আজ ‘আমুল গার্ল’ নামে সুপরিচিত।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.