Advertisement
Advertisement
Shashi Tharoor

‘আবার আক্রমণ করলে, আমরা এবার গুঁড়িয়ে দেব’, গিয়ানায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা থারুরের

আর কী বললেন থারুর?

Shashi Tharoor's Stern Warning To Pakistan From Guyana
Published by: Subhodeep Mullick
  • Posted:May 27, 2025 3:07 pm
  • Updated:May 27, 2025 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার আক্রমণ করলে তার পরিণতি কী হবে তা ওরা কল্পনাও করতে পারবে না। আমরা এবার গুঁড়িয়ে দেব। গিয়ানায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

তিনি বলেন, “আমাদের যুদ্ধ শুরু করার কোনও ইচ্ছা ছিল না। পাকিস্তানের আক্রমণের পালটা জবাব দিতেই ভারত হামলা চালিয়েছিল। পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করলে, ভারতও আরও কিছু করবে না।”

এরপরই কংগ্রেস সাংসদ শান্তির প্রতি ভারতের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমরা আজ শান্তিতে আছি এবং শান্তিতেই থাকতে চাই। তবে শান্তির সঙ্গে আমরা আমাদের শক্তিকেও গুরত্ব দিতে চাই। ভয় পেয়ে শান্তি বজায় রাখতে চাই না।” একইসঙ্গে তিনি বলেন, “আমরা কোনও আক্রমণে ভয় পাই না। যদি ওরা আবার হামলা চালায়, আমরাও তার উত্তর দিতে প্রস্তুত। এবার আমরা গুঁড়িয়ে দেব।”

পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। সেই লক্ষ্যে কেন্দ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাচ্ছে। থারুরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল গিয়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল এবং আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছে। ক’দিন আগেই তারা মার্কিন মুলুকে গিয়েছিলেন। এখন প্রতিনিধিদলটি রয়েছে গিয়ানায়। থারুর ছাড়াও এই প্রতিনিধিদলে রয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য, ভুবনেশ্বর কলিতা এবং শশাঙ্ক মণি ত্রিপাঠী, এলজেপির (রাম বিলাস) শাম্ভবী চৌধুরী, টিডিপি সাংসদ জিএম হরিশ বালাযোগী, শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) রাজ্যসভার সাংসদ মিলিন্দ দেওরা, জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তারাঞ্জিত সিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement