Advertisement
Advertisement
Shibu Soren

গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, দিল্লির হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে

গত কয়েক মাস ধরেই শরীর ভালো যাচ্ছে না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

Shibu Soren on ventilator support in Delhi Hospital
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2025 4:10 pm
  • Updated:August 3, 2025 4:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন গুরুতর অসুস্থ। তাঁকে দিল্লির একটি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। ঝাড়খণ্ডের রাজনীতিতে ‘গুরুজি’ নামে পরিচিত শিবু সোরেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement

৮১ বছরের ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গত কয়েক মাস ধরেই। পরিস্থিতি জটিল হওয়ায় গত ১৯ জুন তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি তাঁর ব্রেন স্ট্রোক হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে কিডনির সমস্য রয়েছে ঝাড়খণ্ড আন্দোলনের নেতার। জেএমএম সূত্রে খবর, শুক্রবার প্রবীণ রাজনৈতিক নেতার শারীরিক অবস্থার অবনতি হয়। এর পরেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বিদেশি চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হচ্ছে হাসপাতালের তরফে।

এদিকে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সস্ত্রীক দিল্লি পৌঁছান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা শিবুপুত্র হেমন্ত সোরেন। দলীয় সূত্রে খবর, হেমন্তের সঙ্গে রয়েছেন জেএমএমের বেশ কয়েক জন শীর্ষ নেতাও। তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সমস্ত রাজনৈতিক দল তরফে শিবু সোরেনের আরোগ্য কামনা করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ