Advertisement
Advertisement
Shiv Sena

বিশ্বাসঘাতক এরদোগানকে শিক্ষা দিতে মুম্বই-তুরস্ক বিমান বন্ধের দাবি শিব সেনার

ইতিমধ্যেই তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে ভারত সরকার।

Shiv Sena Demands Suspension Of Mumbai-Turkey Flights
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 24, 2025 8:57 am
  • Updated:May 24, 2025 9:09 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তুরস্ক। অপারেশন সিঁদুর  চলাকালীন সামরিক সাহায্য করেছে তারা। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে সর্বস্তরে। প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে সরাসরি পাকিস্তানের প্রতি সমর্থন জানাতে শোনা গিয়েছে। ইতিমধ্যেই তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে ভারত সরকার। এবার মুম্বই-তুরস্ক বিমান পরিষেবা বন্ধ রাখার দাবি তুলল শিব সেনা।  

Advertisement

সোশাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং ‘বয়কট তুরস্ক’। সেদেশের ‘পাক-প্রেম’ দেখে বহু ভারতীয় পর্যটক পশ্চিম এশিয়ার দেশটির দিকে পা বাড়াচ্ছেন না। তুরস্কের বিরুদ্ধে এবার আরও বড় পদক্ষেপের ডাক দিল শিব সেনা। শুক্রবার মহারাষ্ট্র সরকারের কাছে লিখিত আবেদন জানান শিব সেনার সোশাল মিডিয়া ইনচার্জ রাহুল কানাল। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, ‘পরিস্থিতির গুরুত্ব বুঝে আমার মনে হয়, ভারতের উচিত এখনই তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভেবে দেখা। ভারতের পর্যটন শিল্পে মুম্বইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গোটা পর্যটন শিল্পের ৩৫ শতাংশ আসে মুম্বই থেকে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এই শহরের অবদান অনেকখানি। তুরস্কের সবচেয়ে বেশি পর্যটক মধ্যে ভারতীয়রা অন্যতম। তাই যতক্ষণ না তুরস্ক সরকারিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন করে এবং পাকিস্তানের কড়া নিন্দা জানায়, আমরা চাই, সরকার মুম্বই-তুরস্কের সমস্ত বিমান পরিষেবা স্থগিত রাখুক।’

রাহুল আরও বলেন, তুরস্ক এয়ারলাইনসের মুম্বই থেকে ইস্তানবুলগামী তিনটি বিমান এবং ইন্ডিগোর একটি বিমান ২৯ মে পর্যন্ত বন্ধ রাখা উচিত। এই পদক্ষেপ মাধ্যমে তুরস্ক বুঝতে পারবে ওরা কী করেছে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। 

প্রসঙ্গত, দেশের বেশ কিছু নামী পর্যটন সংস্থার তরফে জানানো হয়েছে ‘বয়কট তুরস্ক’ প্রচারের জেরে ভারতীয় পর্যটকরা হুড়মুড়িয়ে তুরস্ক ও আজারবাইজান ট্যুর বাতিল করছেন। গত এক সপ্তাহের মধ্যে দেশের পর্যটকদের তুরস্ক ও আজারবাইজানের বুকিং কমেছে প্রায় ৬০ শতাংশ। শুধু তাই নয়, ট্যুর বাতিলের সংখ্যাও বেড়েছে ২৫০ শতাংশ। বন্ধ হয়েছে এই দুই জায়গায় ভ্রমণ সংক্রান্ত যে কোনও প্রচারও। আর তাই ভারতীয় পর্যটকদের কাছে এই দুই দেশের পরিবর্তে কম খরচে বিদেশ বেড়াতে যাওয়ার অন্যতম গন্তব্য হয়ে উঠছে গ্রিস। ফলে মুম্বই-তুরস্ক বিমান পরিষেবা স্থগিত হয়ে গেলে তুরস্কের পর্যটন আরও ধাক্কা খাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ