Advertisement
Advertisement
শিব সেনা

“কংগ্রেস-এনসিপির সঙ্গেও যোগাযোগ করছি”, বিজেপিকে হুমকি শিব সেনার

বিজেপি-শিব সেনার মধ্যে সরকার গঠন নিয়ে এখনও কোনও কথা হয়নি!

Shiv Sena ‘in touch’ with Congress to form government
Published by: Subhajit Mandal
  • Posted:November 1, 2019 1:34 pm
  • Updated:November 1, 2019 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলপ্রকাশের এক সপ্তাহ পরও মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া এক চুলও এগোয়নি। একক বৃহত্তম দল বিজেপি এবং তাদের জোটসঙ্গী শিব সেনা, দুই শিবিরই নিজেদের দাবিতে অনড়। বিশেষ করে শিব সেনা একেবারেই নিজেদের দাবি নিয়ে আপস করতে রাজি নয়। বিজেপি যদি আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব না দেয়, তাহলে অন্য রাস্তা খোলা আছে বলেও হুমকি দিয়েছে উদ্ধব ঠাকরের দল। খোদ শিব সেনা প্রধান উদ্ধব দলীয় বিধায়কদের আশ্বস্ত করেছেন, বিজেপি যদি তাঁদের দাবি না মানে, তাহলে কংগ্রেস এবং এনসিপির সমর্থনে বিকল্প সরকার গড়ার রাস্তা খোলা আছে। কংগ্রেস-এনসিপির সঙ্গে শিব সেনা যোগাযোগ রাখছে বলেও দলের বিধায়কদের জানিয়েছেন উদ্ধব।

Advertisement


শিব সেনার সাংসদ তথা দলের অন্যতম বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা বিজেপির নেই। তাই তাদের বড় বড় কথা বলা উচিত নয়। রাউত বলেন, “একমাত্র শিব সেনার হাতেই সরকার গড়ার মতো উপযুক্ত সংখ্যক বিধায়ক আছে। শিব সেনা চাইলেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারে। যাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই, তাঁরা বড় বড় কথা না বললেই পারে।” সঞ্জয় রাউত আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবার মুখ্যমন্ত্রী শিব সেনা থেকেই হবে। তিনি বলেন,”উদ্ধব ঠাকরে যখন বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শিব সেনা থেকে হবে তখন শিব সেনা থেকেই হবে। আপনি লিখে নিতে পারেন।”

এদিকে বিজেপি সূত্রের খবর, শিব সেনার সঙ্গে সরকার গঠনের প্রক্রিয়া খুব বেশিদূর এগোয়নি। এমনকী, দুই পক্ষের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগী নিয়েও কোনও কথা হয়নি। উদ্ধব ঠাকরে নিজে দাবি করেছেন, বিজেপি উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাবও দেয়নি।

[আরও পড়ুন: মানসিক সমস্যায় ভুগছেন, ক্রিকেট থেকে বিরতি নিলেন ম‌্যাক্সওয়েল]


শিব সেনার কংগ্রেস-এনসিপির সঙ্গে যোগাযোগের দাবি যে অমুলক নয়, সেকথা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। রাউত নিজে শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছেন ইতিমধ্যেই। আবার বৃহস্পতিবার নয়াদিল্লিতে মহারাষ্ট্রের নেতাদের ডেকেছেন খোদ সোনিয়া গান্ধী। মহারাষ্ট্রে শিব সেনাকে সমর্থন করা যাবে কিনা, সেসব নিয়ে আলোচনা করতেই মহারাষ্ট্রের কয়েকজন নেতা সোনিয়ার সঙ্গে বৈঠক করতে আসছেন। প্রয়োজনে বাইরে থেকে সরকারকে সমর্থনের পথও খোলা রাখছে কংগ্রেস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement