সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেন, প্রথম মহাকাশচারী রুশ নভশ্চর ইউরি গ্যাগারিন নয়, বরং রামভক্ত হনুমানজি। এবার আরেক গেরুয়া নেতা এবং কেন্দ্রের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করলেন, রাইট ভ্রাতৃদয়ের অনেক আগে ভারত আবিষ্কৃত হয়েছে বিমান। কবে, কোথায়, কে আবিষ্কার করেন সেই বিমান?
যেখানে বিজ্ঞানের আরাধনা হয়, সেই ভোপালের ইন্ডিয়ান ইন্সটিউট অফ সায়েন্সে, এডুকেশন রিসার্চের অনুষ্ঠানে যোগ দিয়ে শিবরাজ বলেন, হিন্দু মহাকাব্যে রয়েছে ‘পুষ্পক বিমান’। এর থেকেই বোঝা যায় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রাচীন ভারত কতখানি এগিয়ে ছিল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “রাইট ভাইদের বিমান আবিষ্কার করার অনেক আগে থেকেই আমাদের কাছে পুষ্পক বিমান ছিল।” এখানেই না থেমে আরও বলেন, “আমাদের কাছে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রয়েছে তা হাজার হাজার বছর ধরেই আমাদের কাছে ছিল। মহাভারতে এই সবটাই পড়েছি আমরা। আমাদের দেশের বিজ্ঞান ও প্রযুক্তি কয়েক হাজার বছর আগেই বিকশিত হয়েছিল।”
সভ্যতার ইতিহাস বলছে, ১৯০৩ সালে আমেরিকার নর্থ করোলিনায় প্রথমবার সফলভাবে বিমান ওড়ান দুই মার্কিন ভাই ওরিভিল এবং উইলবার রাইট। এই ঘটনাকে আধুনিক যন্ত্র পৃথিবীর মাইল ফলক বলে মনে করা হয়। যদিও একাধিক গেরুয়ানেতারা তেমনটা মনে করেন না। ব্রহ্মাস্ত্রকে পরমাণু বোমা, পুষ্পক রথকে বিমান, হনুমানকে মহাকাশচারীর মতো নিজস্ব মত রয়েছে তাঁদের। যদিও সেই সব মতকে মান্যতা দেয় না বিজ্ঞান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.