Advertisement
Advertisement
Shubhanshu Shukla

‘অবসরের আগে একবার এই বিমান চালাতে চেয়েছিলাম’! মিগের সফর শেষে আবেগী শুভাংশু শুক্লা

মিগের বিদায়বেলায় শুভাংশু শুক্লা বলেন, "আমার জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ-২১।"

Shubhanshu Shukla remembers his time with mig 21
Published by: Anustup Roy Barman
  • Posted:September 26, 2025 3:07 pm
  • Updated:September 26, 2025 3:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬০ বছর ধরে দেশের সেবা করে অবশেষে অবসর মিগের। ‘বৃদ্ধ’ মিগ ২১-কে শুক্রবার বিদায় জানাল বায়ুসেনা। বাংলাদেশ যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিকতম বালাকোট, ভারতের বহু জয়ের সাক্ষী এই যুদ্ধবিমান। মিগের বিদায়বেলায় অবেগঘন স্মৃতিরোমন্থন করলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা।

Advertisement

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা স্মৃতিচারণায় বলেন, তাঁর জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে এই যুদ্ধবিমান চালিয়েছেন তিনি। শুভাংশু বলেন, “আমার জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ-২১। মিগ আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমে, আমি মিগ-২১-এর ক্যালিবার চালিয়েছি। তারপরে চালিয়েছি মিগ-২১ বাইসন। আমি বিভিন্ন স্কোয়াড্রনে কাজ করেছি। মিগ চালানোর অভিজ্ঞতা অসাধারণ।” শুক্লা আরও বলেন, “আমার জীবনের একটা বড় অংশ আমি এই বিমানের সঙ্গে কাটিয়েছি। মিগ অবসর নেওয়ার আগে শেষবার আমি এই বিমান চালাতে চেয়েছিলাম। যদিও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। কিন্তু আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি।”

অন্যদিকে, মিগের বিদায়বেলায় আবেগঘন এবং অত্যন্ত ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সাফ জানান, স্রেফ দেশের শক্তি নয়, মিগ ছিল ভারত-রাশিয়া সম্পর্কে গভীরতার প্রমাণ। ভারতীয় বায়ুসেনার কাছে ৯০০টি মিগ-২১ ছিল। যার মধ্যে ৬৬০টি ভারতে নির্মিত। দশকের পর দশক ধরে এই যুদ্ধবিমানগুলিই দেশরক্ষার কাজ করেছে। বিভিন্ন সময়ে সোভিয়েত ইউনিয়ন থেকে মোট ৮৭৪টি মিগ-২১ কিনেছে ভারত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্ব ভূমিকা ছিল এই মিগ ২১ যুদ্ধবিমানের। বালাকোটে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রেও শামিল হয় মিগ ২১। তবে শেষের দিকে ‘উড়ন্ত কফিন’ নামে চিহ্নিত হয় এই যুদ্ধবিমান। পরিসংখ্যান বলছে, গত ৬০ বছরে ভারতীয় বায়ুসেনার প্রায় ৪০০টি মিগ-২১ দুর্ঘটনার শিকার হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ