ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে (Karnataka) ‘অপারেশন লোটাস’ চালাতে চাইছে বিজেপি। অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি তাঁদের বিধায়কদের ৫০ কোটি টাকার ‘টোপ’ দেওয়া হয়েছে দল বদলানোর জন্য। বর্ষীয়ান নেতার কথায়, ”ওরা গত এক বছর ধরে আমাদের সরকার ভাঙতে চাইছে। আমাদের বিধায়কদের ৫০ কোটি টাকার টোপ দেওয়া হয়েছে। ওরা চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে।”
সিদ্দারামাইয়ার দাবি, বিজেপি যতই চেষ্টা করুক, তারা সফল হবে না। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সম্ভব নয়। আমাদের বিধায়করা দল ছাড়বেন না। একজনও না।” তাঁর সরকার যে পাঁচ বছর পূর্ণ করবেই সেটাও নিশ্চিত করে দাবি করেছেন সিদ্দারামাইয়া।
সামনেই লোকসভা নির্বাচন। সেই প্রসঙ্গের উল্লেখ করে বিজেপি নেতা বলছেন, ”লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনে জয়লাভের দিকে ফোকাস না করে সিদ্দারামাইয়া কেবলই নিজের দিকটা ধরে রাখাতেই ফোকাস করে চলেছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.