Advertisement
Advertisement
Siddaramaiah

৩ হাজার কোটির মুদা কেলেঙ্কারিতে ক্লিনচিট! স্বস্তিতে সিদ্দারামাইয়া-সহ গোটা পরিবারের

লোকায়ুক্ত আগেই সিদ্দাকে ক্লিনচিট দিয়েছে।

Siddaramaiah, his family given clean chit in Muda 'scam'
Published by: Subhajit Mandal
  • Posted:September 5, 2025 12:17 pm
  • Updated:September 5, 2025 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুদা কেলেঙ্কারিতে বিরাট স্বস্তি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। ৩ হাজার কোটির কেলেঙ্কারিতে সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী এবং অন্য দুই অভিযুক্তকে ক্লিনচিট দিল তদন্তের দায়িত্বে থাকা দেশাই কমিশন। ওই মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনওরকম প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিচারপতি পি এন দেশাই।

Advertisement

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে বসার এক বছরের মধ্যেই গুরুতর অভিযোগ ওঠে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। ৩ জন আন্দোলনকারী রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি জমির প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ আনেন। আন্দোলনকারীদের দাবি, সিদ্দারামাইয়া নথিপত্র বদলে তাঁর স্ত্রী পার্বতীকে এমইউডিএ বা মহীশূর নগরোন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে মহার্ঘ প্লট সস্তায় পাইয়ে দিয়েছেন। এর ফলে তিনি প্রায় তিন হাজার কোটি টাকার সুবিধা পেয়েছেন।

কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার নির্দেশ দেন। সেই মতো জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই সূত্রে সিদ্দারামাইয়ার নাম জড়ায় এই মামলায়। পৃথকভাবে মামলার তদন্ত শুরু করে ইডি এবং লোকায়ুক্ত। তদন্তের জন্য দেশাই কমিশন তৈরি হয়।

লোকায়ুক্ত আগেই সিদ্দাকে ক্লিনচিট দিয়েছে। এবার দেশাই কমিশনও সিদ্দা ও তাঁর পরিবারকে ক্লিনচিট দিল। ওই কমিশনের বক্তব্য সিদ্দার পরিবারকে সঠিক দামেই জমি দেওয়া হয়েছে। তাতে কোনও দুর্নীতি হয়নি। যেটুকু অনিয়ম হয়েছে সেটার জন্য দায়ী আধিকারিকরা। সেই আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। কর্নাটকের মন্ত্রিসভা ওই কমিশনের রিপোর্ট গ্রহণও করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement