Advertisement
Advertisement
Siddaramaiah

‘দলিত প্রধানমন্ত্রী করুন’, মোদির অবসর নিয়ে RSS-এর ইঙ্গিতের পর বিজেপিকে খোঁচা কংগ্রেসের

৭৫ বছরে অবসর নেওয়া উচিত, মোদিকে ইঙ্গিত করে এমনটাই বলেছিলেন আরএসএস প্রধান।

Siddaramaiah says BJP should nominate Dalit leader as Prime Minister
Published by: Anwesha Adhikary
  • Posted:July 17, 2025 6:38 pm
  • Updated:July 17, 2025 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তাহলে দলিত নেতাকে প্রধানমন্ত্রী করুক বিজেপি। নরেন্দ্র মোদির অবসর নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের ইঙ্গিতবাহী মন্তব্যকে হাতিয়ার করে এই কথাই বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি তোপ দেগেছেন বিজেপির কর্নাটকের রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকেও।

Advertisement

সপ্তাহখানেক আগে সংঘচালক মোহন ভাগবত বলেছিলেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” তবে মোদির অবসর নিয়ে এমন কথা উঠলেই রে রে করে মাঠে নেমে পড়ে বিজেপি নেতৃত্ব। গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ৭৫ বছর বয়সে অবসর নিতে হবে, বিজেপির সংবিধানে এমন কোনও আইন নেই। সেই মতো মোদীও ৭৫ বছরে অবসর নেবেন, এমন কোনও সম্ভাবনাই নেই। ২০২৯ সাল পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সংঘের আপত্তি থাকবে, সেরকম ইঙ্গিতই মিলল ভাগবতের কথায়।

ভাগবতের ওই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ থেকে শুরু করে নেতা পবন খেরা-সকলেই খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে, এমনটাই মত ছিল কংগ্রেসের। এবার আরও একধাপ এগিয়ে বিজেপিকে তোপ দাগলেন সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আরএসএস প্রধান মোহন ভাগবত তো ইঙ্গিত করেই দিয়েছেন ৭৫ বছর বয়সি প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। এটাই বিজেপির কাছে সুবর্ণ সুযোগ, একজন দলিতকে প্রধানমন্ত্রী করার।’

কর্নাটকের মুখ্যমন্ত্রীর কথায়, অন্যদের জ্ঞান দেওয়ার আগে বিজেপির নিজের উচিত দলিতকে প্রধানমন্ত্রী করা। যদি কোনও দলিতকে প্রধানমন্ত্রী করা হয় তাহলে সকলের আগে তিনি নিজেই শুভেচ্ছা জানাবেন। তবে সিদ্দারামাইয়াকে পালটা দিয়ে বিজয়েন্দ্র বলেন, কংগ্রেসের উচিত মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার। সেই মন্তব্যের পালটা সিদ্দারামাইয়া বলেন, দ্রৌপদী মুর্মুর নাম ব্যবহার করে বিজেপি, কিন্তু তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করা হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement