Advertisement
Advertisement
করোনা ভাইরাস

দেশে গত কয়েকদিনের তুলনায় কম নতুন সংক্রমণ, করোনাজয়ীর সংখ্যা পেরল ১২ লক্ষ

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক করোনা পরীক্ষা হয়েছে।

Single-day spike of 52,050 positive cases & 803 deaths in India
Published by: Subhajit Mandal
  • Posted:August 4, 2020 10:00 am
  • Updated:August 4, 2020 10:05 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই ব্রাজিল-আমেরিকাকে টপকে একদিনে করোনা সংক্রমণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে ভারত। মঙ্গলবারও সেই তুলনায় সংক্রমণ বৃদ্ধি খানিকটা কম। সোমবার দেশে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৫৩ হাজার মানুষ। মঙ্গলবার সংখ্যাটা তুলনায় খানিকটা কম হলেও, উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ হাজার ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৬ জন। এদের মধ্যে ১২ লক্ষ ৩০ হাজার ৫১০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮ জন। এই নিয়ে টানা ৬ দিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ গত ৬ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। তবে খানিকটা স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় আগের ৪ দিনের তুলনায় খানিকটা কম সংক্রমণ। তাছাড়া সুস্থতার হারও আগের তুলনায় অনেকটাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, যে গতিতে ভারত এগোচ্ছে, তাতে দ্রুতই ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা নতুন করোনা আক্রান্তের সংখ্যাকে পেরিয়ে যাবে।

[আরও পড়ুন: করোনার দোসর ভারী বৃষ্টি, জলমগ্ন গোটা মুম্বই, প্রকৃতির মারে বিপর্যস্ত জনজীবন]

তবে গত ৪ দিনের তুলনায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও মৃতের সংখ্যা কমার নামগন্ধ নেই। র দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮০৩ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৮ হাজার ৯৩৮ জনে। এদিকে মঙ্গলবার করোনা পরীক্ষারও রেকর্ড গড়ে ফেলেছে ভারত। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ৬১ হাজারেরও বেশি। ফলে দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা পেরিয়েছে ২ কোটি ৮ লক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ