ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজনৈতিক দলগুলিই। ভোটার লিস্ট থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ্যে আসার পরও কেন বৈধ বাদ পড়া ভোটারদের খুঁজে বের করতে পারছে না রাজনৈতিক দলগুলি। প্রশ্ন তুলল খোদ শীর্ষ আদালত।
শুক্রবার SIR সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট বলল, “আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তায় আমরা অবাক। এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরও তারা করছে টা কী? রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকদের দূরত্ব তৈরি হয়েছে? রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা।” বিহারের ১২টি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে শীর্ষ আদালতের পরামর্শ, নিজেদের কর্মীদের নির্দেশ দিন। বৈধ বাদ পড়া ভোটারদের তালিকা বের করে আনুন। তাঁদের ওই ১১টি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন। ভোটারদের সাহায্য করা রাজনৈতিক দলের কাজ।
উল্লেখ্য, SIR-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেসময় বিরোধী দলগুলি অভিযোগ করে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। কিছু ভোটার নিজেদের মতো করে নাম বাদ পড়ার অভিযোগ করলেও রাজনৈতিক দলগুলির তরফে সেভাবে অভিযোগ দায়ের করা হয়নি। সেটা নিয়েই উষ্মা প্রকাশ করল শীর্ষ আদালত।
নির্বাচন কমিশন অবশ্য শুরু থেকেই বলছে, বিহারের SIR-এর পুরো প্রক্রিয়া শুদ্ধ। এতে কোনও গলদ নেই। এতে রাজনৈতিক দলগুলিও যুক্ত। রাজনৈতিক দলগুলির অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয়। তাছাড়া রাজনৈতিক দলগুলির ত্রুটি সংশোধনের জন্যই আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেওয়া হয়। তালিকা নিয়ে কোনও সমস্যা থাকলে রাজনৈতিক দলগুলি সেটা লিখিত আকারে জানাচ্ছে না কেন? প্রশ্ন তুলেছিল রাজনৈতিক দলগুলি। সেই প্রশ্ন এবার তুলে দিল শীর্ষ আদালতও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.