সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সোমবার রাতে তাঁকে দিল্লির এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউ-কে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, নিউমোনিয়ায় ভুগছেন প্রবীণ বামপন্থী নেতা।
পরিবার সূত্রে খবর, এদিন রুটি চেকআপে এইমসে গিয়েছিলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। চিকিৎসকরা কিছু পরীক্ষা-নীরিক্ষার পর তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তখনই জরুরি বিভাগে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, নিউমোনিয়ায় ভুগছেন তিনি। তবে চিন্তার কিছু নেই।
CPI (M) General Secretary Sitaram Yechury admitted to AIIMS Delhi. He was first admitted to Emergency ward and then shifted to ICU. Details awaited.
— ANI (@ANI)
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইয়েচুরির নিউমোনিয়ার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। চিন্তার কিছু নেই। উল্লেখ্য, কিছুদিন আগে প্রবীণ বামনেতার চোখের অস্ত্রোপচার করা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.