প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমন্ত অবস্থায় থাকা তিন বছরের শিশুকন্যাকে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ যোগীরাজ্যে। তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করে কয়েকঘণ্টার মধ্যেই ‘এনকাউন্টার’ করল পুলিশ। শুক্রবার ভোরে এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে একটি মেট্রো স্টেশনে দিনমজুর বাবা, মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল শিশুটি। অভিযোগ গভীর রাতে এক দুষ্কৃতী তুলে নিয়ে যায় শিশুটিকে। রাতে সন্তানকে পাশে দেখতে না পেয়ে টহলরত পুলিশকে খবর দেন তাঁরা। আশপাশের এলাকায় শিশুটির খোঁজ শুরু করা হয়। এরপর একটি ফাঁকা জায়গা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গোপনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। অত্যাচারের জেরে শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
এদিকে এই ঘটনার পর ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল জোন) অশিস শ্রীবাস্তবের নেতৃত্বে দল গঠন করা হয়। অভিযুক্তের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে অভিযুক্তের খোঁজে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজে একটি স্কুটারে করে শিশুকন্যাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। এরপরই স্কুটারের নম্বর প্লেট দেখে অভিযুক্ত দীপক ভার্মাকে চিহ্নিত করে পুলিশ। জানা যায়, দেবী কেড়া এলাকায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত।
শুক্রবার ভোরে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ডিসিপি (সেন্ট্রাল জোন) বলেন, “অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। এরপরই আত্মরক্ষায় পালটা গুলি চালায় পুলিশ। সেই সময় গুলিবিদ্ধ হন অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.