হেমন্ত মৈথিল: কড়া নজরদারি, সুসংগঠিত ব্যবস্থাপনায় সফলভাবে আয়োজিত হল উত্তরপ্রদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যার পোশাকি নাম উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো। এই অনুষ্ঠান সফলভাবে আয়োজনের ক্ষেত্রে নজির গড়ল উত্তরপ্রদেশ পুলিশ। কড়া নিরাপত্তা, সঠিকভাবে ট্রাফিক ব্যবস্থা সামলানোর ফলে অনুষ্ঠানটি কেবল সুসংগঠিতই নয়, ছিল সম্পূর্ণ নিরাপদ। কোনওরকম সমস্যা এড়াতে এখানে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।
অতিরিক্ত পুলিশ কমিশনার রাজীব নারায়ণ মিশ্র জানিয়েছেন, অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকায় মোট ১,৪০০ জন কনস্টেবল, ১৫০ জন মহিলা কনস্টেবল এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল। ৭জন জেলাশাসক, ১৪জন অতিরিক্ত জেলাশাসক, ৩০জনেরও বেশি সহকারী কমিশনার এবং ৪০ জন মহিলা সাব-ইন্সপেক্টর ছিলেন নিরাপত্তার দায়িত্বে। ৭টি পিএসি কোম্পানি এবং একটি র্যাপিড অ্যাকশন ফোর্স কোম্পানিও মোতায়েন করা হয়। কোনওরকম যানজট এড়াতে মোতায়েন ছিল ৪৫০ জন ট্রাফিক কনস্টেবল, ১০ জন ট্রাফিক ইন্সপেক্টর, ২০ জন ট্রাফিক সাব-ইন্সপেক্টর এবং একজন এসিপি ট্রাফিক। যার জেরে অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের কোনও সমস্যার মুখে পড়তে হয়নি।
পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে তার জন্য, ৯টি জোন এবং ২০টি সেক্টরে ভাগ করা হয় ওই অঞ্চল, যেখানে ৫৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। আয়োজকরা ৭টি পার্কিং জোন তৈরি করেছিলেন, যেখানে ১৫,০০০ এরও বেশি গাড়ি রাখার ব্যবস্থা ছিল। নাসার পার্কিং লটে একসাথে ১০,০০০ গাড়ি রাখার ব্যবস্থা ছিল। পার্কিং লট থেকে ইভেন্ট সাইটে দর্শনার্থীদের পরিবহনের জন্য শাটল বাসের ব্যবস্থাও করা হয়েছিল। পাশাপাশি ছিল ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি। অবাঞ্ছিত কোনওরকম দুর্ঘটনা এড়াতে ছিল অ্যান্টি-ড্রোন ব্যবস্থাও।
প্রসঙ্গত, তৃতীয় উত্তরপ্রদেশ বাণিজ্যমেলায় ২৪,০০০-এরও বেশি ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২,৪০০টি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে। মোট আর্থিক লেনদেনের পরিমাণ ১১,২০০ কোটি টাকা। রাজ্যটির এই অগ্রগমণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কৌশলী নেতৃত্বে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.