Advertisement
Advertisement
Gaurav Gogoi

‘সস্তার প্রচার’, স্ত্রীর আইএসআই যোগ নিয়ে হিমন্তের দাবি উড়িয়ে পালটা সুর চড়ালেন গগৈ

আর কী বললেন গৌরব?

Smear campaign: Gaurav Gogoi slams Himanta Sarma's ISI link charge on his wife
Published by: Subhodeep Mullick
  • Posted:July 27, 2025 1:47 pm
  • Updated:July 27, 2025 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সস্তার প্রচারে মেতেছে বিজেপি। স্ত্রীর আইএসআই যোগ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি উড়িয়ে পালটা সুর চড়ালেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষকে অপদস্ত করা এবং কাদা ছোঁড়াছুঁড়ি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই। এটাই তাদের রুজি-রুটি।” তিনি আরও বলেন, “এর আগেও তারা কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে। কাউকে খুনি, আবার কাউকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো ষড়যন্ত্র করে তারা বিজেপি এধরনের কাজ করে। শুধু তাই নয়, নারীকে অপমান করা তাদের স্বভাবগত ব্যাপার। বিজেপির রাজনীতিজুড়ে শুধুই রয়েছে অপপ্রচার, কাদা ছোঁড়াছুঁড়ি এবং সস্তার প্রচার।” গৌরবের মতে, বিজেপির এই ধরনের কৌশল গভীর নিরাপত্তাহীনতা থেকে উদ্ভূত। কংগ্রেস সাংসদ বলেন, “বিজেপির অন্দরে রয়েছে গভীর নিরাপত্তাহীনতা। সেটিকে আড়াল করতেই তারা এই ধরনের অপপ্রচারের রাজনীতি করে বেরাচ্ছে।”

বিজেপি অভিযোগ তুলেছিল গৌরবের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে আইএসআইয়ের সঙ্গে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, গগৈয়ের স্ত্রী এলিজাবেথ পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে তিনি ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও নাকি তাঁর যোগ রয়েছে। গৌরবের স্ত্রীর এখনও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করে বিজেপি। এই নিয়ে একটি পোস্ট করেন হিমন্তও। তাঁর বক্তব্য, ‘এক তরুণ নেতার স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠছে। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ওই নেতার উচিত এ নিয়ে সব তথ্য প্রকাশ করা।’ এই পরিস্থিতিতে বিজেপির দাবি খারিজ করে গেরুয়া শিবিরকে একহাত নিলেন গৌরব। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement