Advertisement
Advertisement
Uttar Pradesh

দুষ্কৃতী সন্দেহে জওয়ানকে বেধড়ক মার! চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশে

এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি।

Soldier and his cousin mistaken for criminals, thrashed by locals in Uttar Pradesh
Published by: Subhodeep Mullick
  • Posted:August 5, 2025 4:10 pm
  • Updated:August 5, 2025 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতী সন্দেহে ভারতীয় সেনার এক জওয়ান এবং তাঁর ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আহত ওই জওয়ানের নাম মোহন। তিনি মণিপুরে কর্মরত। কিন্তু কয়েকদিনের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। এদিন রাতে মোহন তাঁর ভাইকে রোশনকে নিয়ে বাইকে করে সাহারানপুরে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। বালওয়া খেদি গ্রামের কাছে আসার পরই তাঁদের বাইকের পেট্রল শেষ হয়ে যায়। এরপরই এক গ্রামবাসীর কাছে তাঁরা সাহায্য চাইতে যান। তখনই ঘটে যায় অঘটন। দুষ্কৃতী সন্দেহে তাঁদের বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ওই গ্রামে কয়েকজন দুষ্কৃতীর খোঁজ চলছিল। রাতের অন্ধকারে গ্রামবাসীরা দুই যুবককে দুষ্কৃতী ভেবে তাঁদের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাস্থলে যখন আমরা পৌঁছই, তখন দুই যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন। চারপাশে জমায়েত করেছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। আক্রান্তদের কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement