প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: সিংহাসনের দখল নিতে বাবাকে হত্যা করতে হাত কাঁপেনি ভারতের বহু শাসকের। তেমনই সম্পত্তি নিয়ে বিবাদে খুনের ঘটনাও আকছাড় ঘটছে। তথাপি তামিলনাড়ুতে বৃদ্ধ বাবাকে ঘুষি মারতে মারতে হত্যার ঘটনায় হতবাক গোটা দেশ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা দেখে ছেলের নৃশংসতায় শিউরে উঠছেন নেটাগরিকেরা। বাবাকে কেন খুন করল যুবক?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর (Tamil Nadu) পেরম্বলুরের ঘটনাটি গত ১৮ এপ্রিলের। সম্পত্তির ভাগভাগি নিয়েই বাবার উপর ক্ষেপে উঠেছিল ছেলে। মৃতের নাম কুলানধাইভেলু (৬৫)। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বারান্দায় বসে আছেন বৃদ্ধ। হঠাৎ তাঁর দিকে এগিয়ে যায় কালো গেঞ্জি, নীল জিন্স পরা যুবক। এর পর এলোপাথাড়ি ঘুষি মারতে থাকে সে বৃদ্ধকে। ভয়ংকর মারে বৃদ্ধ একদিকে হেলে পড়লেও রেহাই দেয়নি ছেলে। ঘুষির পর ঘুষি মারতে থাকে। এক সময় নাক-মুখ দিয়ে রক্ত বেরতে থাকে বৃদ্ধের। এক সময় মারধর থামালেও ফের ফিরে এসে হাঁটু দিয়ে মুখে লাথি মারে ছেলে।
⚠️Disturbing Visual
Man beats to death his father over property dispute….
Where are we heading as a society and humans ??
— Amitabh Chaudhary (@MithilaWaala)
মারের চোটে বৃদ্ধ জ্ঞান হারানোর পর ছুটে আসে বাড়ির অন্য লোকেরা। সংজ্ঞাহীন বৃদ্ধকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুরুতে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও তুলে নেওয়া হয়েছিল। পরে বৃদ্ধের মৃত্যুর পর নতুন করে অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমাজমাধ্যমে ভিডিওটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বাবার প্রতি ছেলের নৃশংসতা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। সকলেই নিন্দায় সরব হয়েছেন। প্রশ্ন উঠছে, পরিবারের অন্য সদস্যদের ভূমিকা নিয়েও। কেন তাঁরা যুবকের হাত থেকে বৃদ্ধকে রক্ষা করল না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.