Advertisement
Advertisement
Madhya Pradesh

মায়ের সামনেই সন্তানের মাথা কেটে খুন! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের

অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।

Son murdered in front of mother at Madhya Pradesh

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 27, 2025 4:52 pm
  • Updated:September 27, 2025 4:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মায়ের সামনেই সন্তানের মাথা কেটে খুন! ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মাও। এরপরেই গণপিটুনিতে মৃত্যু হয় অভিযুক্তের। মৃত ওই ব্যক্তির নাম মহেশ। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছ মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে খবর, মহেশ মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু কেন সে এমন ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত মহেশ একটি বাইকে করে এসেছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় কালু সিংয়ের বাড়িতে সরাসরি ঢুকে পড়ে। পরিবারের দাবি, অভিযুক্ত যুবককে তাঁরা কখনও দেখেননি। এরপরেই ঘরে থাকা ধারাল কোদালের মতো একটি অস্ত্র তুলে পাঁচ বছরের সন্তানকে বেধড়ক মারধর করতে শুরু করে বলে অভিযোগ। সেই সময় ধারাল ওই অস্ত্রের কোপে শিশুটির ঘাড় ধড় থেকে আলাদা হয়ে যায়। চোখের সামনে সন্তানের এমন হাল দেখতে পারেননি মা। সন্তানকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। সেই সময় তাঁর উপরেও অভিযুক্ত হামলা চালায় বলে অভিযোগ।

যদিও চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন। হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলে। এরপরেই শুরু হয় বেধড়ক মার। খবর যায় স্থানীয় পুলিশেও। পুলিশ জানিয়েছে, কোনও রকমে অভিযুক্তকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মহেশের। একাধিক ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ছিলেন। এমনকী অভিযুক্তের পরিবারও পুলিশকে জানিয়েছে, মহেশ মানসিকভাবে সুস্থ ছিলেন না। ঘটনার আগের তিন চারদিন ধরে খোঁজ ছিল না। এরপরেই ছেলের এই কীর্তি শুনে অবাক পরিবারের লোকজনও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ