Advertisement
Advertisement
Sonam

‘আমাদের বন্ধন সাতজন্মের’, খুনের পর স্বামীর ফোন থেকেই পোস্ট! সোনমের কাণ্ডে হতবাক পুলিশ

রাজা জীবিত আছেন, সম্ভবত সেটা প্রমাণ করতে এই কাণ্ড ঘটিয়েছেন সোনম। 

Sonam allegedly made social media post from husband's phone

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 10, 2025 4:25 pm
  • Updated:June 10, 2025 4:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীকে খুনের পর তাঁর ফোন থেকেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোনম রঘুবংশী! চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, গত ২৩মে খুন হন সোনমের স্বামী রাজা। ওইদিন দুপুরেই সোশাল মিডিয়ায় রোম্যান্টিক পোস্ট শেয়ার করেছিলেন সোনম।

Advertisement

যত সময় যাচ্ছে, ততই মেঘালয়ের হানিমুন কিলিংয়ের তদন্তে নেমে নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তাঁদের নজরে এসেছে প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে সোনমের চ্যাট। জানা যাচ্ছে, মধুচন্দ্রিমায় স্বামী যেভাবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে তা পছন্দ হয়নি নববধূ সোনমের। সূত্রের খবর, রাজার ফোনেও এবার নজরদারি শুরু করেছেন তদন্তকারীরা। তারপরেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার কিছুক্ষণ পরে দুপুর সোয়া দুটো নাগাদ রাজার ফোন থেকে সোশাল মিডিয়ায় সোনম লেখেন, ‘সাতজন্মের বন্ধন আমাদের।’ রাজা জীবিত আছেন, সম্ভবত সেটা প্রমাণ করতে এই কাণ্ড ঘটিয়েছেন সোনম। 

উল্লেখ্য, গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। এরই মাঝে সোমবার গাজিপুর থেকে নিজের বাড়িতে ফোন করেন সোনম। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই সোনমের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেঘালয় পুলিশ গত রাতে সকল অভিযুক্তকে আদালতে হাজির করে এবং সেখান থেকে তাঁদের রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে শিলং। কিন্তু গ্রেপ্তারের পর জেরার মুখে তদন্তকারীদের বিভ্রান্ত করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত। দফায় দফায় বয়ান বদল করছেন সোনম। নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলেও প্রমাণের চেষ্টা করছেন তিনি। তবে এহেন আচরণে পুলিশের সন্দেহ আরও বাড়ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ