Advertisement
Advertisement
Sonam Wangchuk

সুপ্রিম দরবারে ‘র‍্যাঞ্চো’র স্ত্রী, কেন্দ্রকে সওয়াল শীর্ষ আদালতের

আপাতত মুক্তি পাচ্ছেন না লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক।

Sonam Wangchuk wife gitanjali in supreme court question centre

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 6, 2025 3:11 pm
  • Updated:October 6, 2025 3:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত মুক্তি পাচ্ছেন না, লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। ‘র‍্যাঞ্চো’ মুক্তির দাবিতে স্ত্রী গিতাঞ্জলি আংমোর দায়ের করা আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। যদিও এই মামলায় সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। রাজস্থান সরকার, কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিশ দিয়েছে আদালত।

Advertisement

সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী আংমো সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছেন, সমাজকর্মী সোনমের গ্রেপ্তারির পর থেকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সোনমের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁর স্ত্রী। সংবিধানের ৩২ নম্বর ধারায় এই আবেদন জানানো হয়েছে। নিজের আবেদনে সংবিধানের ২২ নম্বর ধারার কথা উল্লেখ করে, সোনমের গ্রেপ্তারি অসাংবিধানিক বলেছেন তিনি। গীতাঞ্জলীর দাবি, তাঁকে অথবা সোনমকে গ্রেপ্তারির কারণ ব্যাখ্যা করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে সোনমের মুক্তির জন্য ‘হেবিয়াস কর্পাস’ আবেদন জানান গীতাঞ্জলী। যদিও, দাবি উড়িয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ১২ জনকে সোনমের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। তাঁর দাবি, শুধু মাত্র ‘উত্তেজনা’ তৈরির জন্য মিথ্যা কথা বলছেন গীতাঞ্জলী।

জাস্টিস অরবিন্দ কুমার এবং জাস্টিস এনভি আঞ্জারিয়ার বেঞ্চ রাজস্থান সরকার, কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিশ দিয়েছে। আদালত জানিয়েছে, “এই আদালতের রায় অনুযায়ী আটকের কারণ জানাতে হবে। পরিবারের সদস্যদের আটকের নোটিশ দিতে হবে। তাঁকে কারণ জানানো হোক।” অন্যদিকে, সোনমের মুক্তির দাবি নিয়ে কেন হাই কোর্টে আবেদন করা হয়নি সেই প্রশ্নের মুখে পরেন গীতাঞ্জলীর আইনজীবী কপিল সিব্বল। তিনি জানিয়েছেন কেন্দ্র এই গ্রেপ্তারির নির্দেশ দেওয়ায় কোন হাই কোর্টে যেতে হবে সেই বিষয়ে তাঁরা ধন্দ্বে রয়েছেন। শীর্ষ আদালত সোমবার নির্দিষ্ট করে দিয়েছে সোনমের মুক্তির বিষয়ে এখনই কোনও আদেশ দেওয়া হবে না। ১৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হতে পারে।

রাজ্যের স্বীকৃতির দাবিতে উত্তাল হয় লাদাখ। টানা দু’দিন ব্যাপক বিক্ষোভ চলে। এরপরেই লাদাখে ‘গণবিক্ষোভে’ উসকানির অভিযোগে আন্দোলনের প্রধান মুখ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত তাঁর ঠাঁই হয়েছে রাজস্থানের যোধপুর জেলে। এই পরিস্থিতিতে কারাগারে বসেই অহিংসার বার্তা দিলেন গান্ধীবাদী ‘র‍্যাঞ্চো’। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “লাদাখে শান্তি এবং ঐক্য বজায় রাখুন।” পাশাপাশি, গান্ধীর অহিংসার পথে হেঁটে রাজ্যের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ