সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁকে। সব ঠিক থাকায় শুক্রবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে।
| Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been discharged from Sir Ganga Ram Hospital in Delhi.
She was admitted here last morning due to stomach-related issues. She underwent a routine check-up.
— ANI (@ANI)
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটা নাগাদ দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কংগ্রেসের রাজ্যসভা সাংসদকে। সম্ভবত পেটে কিছু সমস্যা হয়েছিল তাঁর। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সমীরণ নন্দীর তত্ত্বাবধানে রাখা হয় বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে। আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, কিছু রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাঁর শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্টও স্বাভাবিক রয়েছে বলে খবর।
গত বছরের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন সোনিয়া (Sonia Gandhi)। ওই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে তাই যোগও দিতে পারেননি। আসলে গত বছর দুয়েক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। যদিও অসুস্থতার মধ্যেই রাজনৈতিক ভাবে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.