Advertisement
Advertisement
Yogi Adityanath

‘রাম, কৃষ্ণ, শিবে আস্থা নেই, হিন্দু আবেগ নিয়ে খেলছে সপা’, বিস্ফোরক যোগী

সপাকে আদর্শচ্যুত একটি দল বলেও অভিযোগ করেন যোগী।

SP plays with India's religious sentiments, says CM Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:March 5, 2025 9:46 am
  • Updated:March 5, 2025 9:50 am   

হেমন্ত মৈথিল: বিধানসভার বাজেট অধিবেশনে ফের সমাজবাদী পার্টিকে তুলোধোনা যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের বিরোধীদলকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, হিন্দুদের ঈশ্বর রাম, কৃষ্ণ, শিবে সমাজবাদী পার্টির আস্থা নেই। এরা হিন্দুদের আবেগের সঙ্গে খেলা করছে। সপাকে আদর্শচ্যুত একটি দল বলেও অভিযোগ করেন যোগী।

Advertisement

সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করে বিধানসভায় যোগী আদিত্যনাথ বলেন, “এরা কথায় কথায় সমাজবাদের ধারক রাম মনোহর লোহিয়ার কথা বলে। কিন্তু বাস্তবে লোহিয়ার নীতি আদর্শ থেকে বহু দূরে সরে গিয়েছে এই সপা। যদি সত্যিই এরা সমাজবাদে বিশ্বাস করত তবে এই পরিবারবাদ ও সম্পদ থেকে দূরে থাকত।” শুধু তাই নয় লোহিয়ার বক্তব্য তুলে যোগী বলেন, “উনি বলেছিলেন ভারতে যতদিন প্রভু রাম, ভগবান কৃষ্ণ ও ভগবান শংকরের আদর্শ থাকবে, ততদিন কোনও শক্তি ভারতের ক্ষতি করতে পারবে না। এই তিনজনের দেখানো পথ ভারতকে চিরকাল উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে দুক্ষের বিষয়, সমাজবাদী পার্টি এই আদর্শে বিশ্বাস করে না। পাশাপাশি এরা হিন্দুদের ধর্মীয় অনুভুতি নিয়ে খেলা করে।”

এছাড়া উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে সাম্প্রদায়িক বলে অভিযোগ করেছিল সমাজবাদী পার্টি। তার পালটা জবাব দিয়ে এদিন যোগী বলেন, “ওরা বলে আমাদের চিন্তাধারা সাম্প্রদায়িক। বলুন তো, এটা কোথায় সাম্প্রদায়িক? আমরা কোনো বৈষম্য ছাড়া সবার উন্নয়নের কথা বলি। আমাদের সরকারের উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। উদাহরণ স্বরূপ মহাকুম্ভের কথা তুলে ধরেন যোগী। বলেন, ৪৫ দিনের মহাকুম্ভে ভারতের ঐতিহ্য ও একতা দেখেছে বিশ্ব। মহাকুম্ভে কি কোনও বৈষম্য ছিল? সেখানে কোনও জাতপাত, ধর্ম বা সাম্প্রদায়িক পক্ষপাত ছিল না। ১০০ টিরও বেশি দেশের মানুষ অংশ নিয়েছিল কুম্ভে, ঐতিহ্য এবং অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মহাকুম্ভ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ