সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন, সামাজিক দূরত্ব নিয়ে বিধি নিষেধ, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ। কোনও কিছুতেই যেন বাদ মানছে না করোনা। বুধবার ফের একদিনে ৬ হাজারেরও বেশি করোনা সংক্রমণের হদিশ মিলল। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল দেড় লক্ষ। একদিনে মৃতের সংখ্যাটাও রীতিমতো উদ্বেগজনক।
Spike of 6387 new COVID19 cases & 170 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 1,51,767 including 83004 active cases, 64425 cured/discharged and 4337 deaths: Ministry of Health and Family Welfare
Advertisement— ANI (@ANI)
বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬ হাজার ৩৮৭ জন। যা তুলনায় সামান্য কম। মঙ্গলবার দেশে COVID-19 সংক্রমিত হয়েছিলেন ৬ হাজার ৫৩৫ জন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭ জন। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে থাকলেও, নবম স্থানে থাকা তুরস্কের থেকে অনেক দ্রুতহারে বাড়ছে এদেশের সংক্রমণ। যা রীতিমতো উদ্বেগজনক। এদিকে সংক্রমণের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। এই সংখ্যাটা মঙ্গলবারের থেকে অনেকটা বাড়ল। মঙ্গলবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৪৬ জনের। বুধবার একলাফে অনেকটা বাড়ার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৭ জন। এদিকে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাটাও পেরিয়ে গিয়েছে ৮৩ হাজার। স্বস্তির খবর এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৪২৫ জন।
সোমবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছিলেন, লকডাউন ব্যর্থ হয়েছে। এবার সরকারের উচিৎ বিকল্প ব্যবস্থার কথা ভাবা। রাহুলের এই মন্তব্যের পর তাঁকে তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। কিন্তু বাস্তব বলছে, টানা প্রায় দু’মাস লকডাউনের পরেও দেশের করোনা সংক্রমণ বৃদ্ধির হার উদ্বেগজনক। এবং এই গতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সমূহ বিপদ অপেক্ষা করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.