বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: রাজ্য থেকে জাতীয় স্তরে উত্তরণ! দায়িত্ব বাড়ল সিপিএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন। রবিবার এসএফআই সংগঠনে রদবদল হয়েছে। তাতে সংগঠনের সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। কেরলের কোঝিকোড়ে চলছিল এসএফআইয়ের সম্মেলন। রবিবার, শেষ দিনে সাধারণ সম্পাদক ও সভাপতির ব্যাটন বদল হয়েছে।
সিপিএমের তরুণ মুখ, যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক কেরিয়ার বরাবর নজরকাড়া। সংগঠনে দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি বাম রাজনীতিতে সুবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৩২ বছরের সৃজন। বিধানসভা, লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও ইতিমধ্যে হয়েছে তাঁর। এসএফআই-এর রাজ্য সম্পাদক পদে বেশ কয়েক বছর ছিলেন সৃজন ভট্টাচার্য। পরে বয়সের কারণে সেই পদ ছাড়তে হয়। যদিও সংগঠনের সঙ্গে বরাবরই জড়িত লড়াকু সৃজন। আর তারই সুফল মিলল এবার। সর্বভারতীয় স্তরে উত্তরণ ঘটল তাঁর, বাড়ল পদমর্যাদা ও দায়িত্ব।
এর আগে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ময়ুখরঞ্জন বিশ্বাস। বয়সসীমার কারণে তাঁকে এবার এই পদ থেকে সরে দাঁড়াতে হল। নিয়ম অনুযায়ী, ৩৫ বছর হয়ে গেলে আর এসএফআই-এর সঙ্গে থাকা যায় না। সৃজনের এই মুহূর্তে বয়স ৩২ বছর। ফলে তিনি এখন তিনবছর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। অন্যদিকে, নতুন সভাপতি হয়েছেন আদর্শ এম সাজি। তিনি কেরলের ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। কোঝিকোড়ে সংগঠনের সম্মেলনের শেষদিন সৃজন ও আদর্শের নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে। তাঁদের অভিনন্দন জানিয়েছে দলীয় নেতৃত্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.