Advertisement
Advertisement
Singur case

সিঙ্গুর মামলায় বড় জয় রাজ্যের, সুপ্রিম কোর্টে খারিজ হাই কোর্টের নির্দেশ!

কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

State gets big victory in Supreme Court in Singur case

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2025 8:41 pm
  • Updated:October 13, 2025 8:41 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: ২০১৬ সালে সিঙ্গুর মামলায় জমি ফেরতের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। পরবর্তীতে সেই রায়ের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলায় এদিন আদালত সাফ জানাল, যারা ক্ষতিপূরণের অর্থ নিজেদের তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই নির্দেশ। ফলে সুপ্রিম কোর্টে বড় জয় পেল রাজ্য।

Advertisement

ঘটনার সূত্রপাত বামআমলে। টাটাদের কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিলন তৎকালীন বাম সরকার। তার মধ্যে ছিল মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের ২৮ বিঘা জমি ও কারখানা। জমি ও কারখানার পরিবর্তে সরকারের তরফে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণও নিয়েছিল সরকার। পরবর্তীতে ঘটনাচক্রে কারখানার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ফিরে যায় টাটা। পরবর্তীতে জমিহারাদের জমি ফেরতের নির্দেশ দেয় আদালত। এরপরই ২০১৬ সালে সেই রায়কে হাতিয়ারকে করে নিজেদের ২৮ বিঘা জমি ফেরত চায় ওই সংস্থা। দাবি অযৌক্তিক বলে অভিযোগ তুলে রাজ্য এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেই মামলার। সেখানেই আদালত সাফ জানাল, যারা ক্ষতিপূরণের অর্থ নিয়েছে হাই কোর্টের জমি ফেরতের নির্দেশ প্রযোজ্য নয় তাঁদের জন্য। অর্থাৎ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল ওই সংস্থা। এদিকে দীর্ঘ লড়াইয়ের পর জয় পেল রাজ্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ