সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঙ্গা শেয়ার বাজার। ছুটছে ভারতীয় অর্থনীতি। দালাল স্ট্রিটের সূচক অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। সোমবার ৩২৯.৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৮১ হাজার ৬৩৫.৯১ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৯৭.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬৫.৭৫ পয়েন্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা হোয়াইট হাউসের তরফে ভারতকে শুল্কনীতি নিয়ে যতই তোপ দাগা হোক না কেন, ভারতীয় অর্থনীতি যে উন্নতির পথেই চলেছে তা শেয়ার বাজারের সূচকেই স্পষ্ট হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছিলেন, আমেরিকার শুল্কনীতির হুমকিতে ভেঙে পড়বে দেশের অর্থনীতি। যদিও রাশিয়া থেকে স্বল্পমূল্যে তেল কিনে ভালো পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। যে কারণে যথেষ্ট বৈদেশিক মূদ্রা বাঁচছে। সরাসরি যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। ভারতীয় অর্থনীতিতে বড় সম্ভাবনা দেখতে পাচ্ছেন শিল্পপতিরা।
ভারতে রাশিয়ার তেলের বাজার ধ্বংস করতেই যে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্পের ডেপুটি ডেজি ভান্স। তিনি জানিয়েছেন, রাশিয়ার তেলের অর্থনীতি ধ্বংস করতেই ভারতের উপর ‘সেকেন্ডারি ট্যারিফ’-এর মতো অর্থনৈতিক কোপ হানা হয়েছে। যদিও জ্বালানি তেলের বানিজ্যে যে অন্য কারও চোখ রাঙানি চলবে না তাও বুঝিয়ে দিয়েছে ভারত।
আমেরিকার সঙ্গে ঠোকাঠুকির মাঝেই একথা স্পষ্ট করে দিলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। তাঁর স্পষ্ট বার্তা, বিশ্ব বাজারে যেখানে সবচেয়ে কম দামে তেল মিলবে সেখান থেকেই কিনবে ভারতীয় সংস্থাগুলি। “ভারত নিজের দেশের জনগণের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। এই বিষয়ে ভারত সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের তরফে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হলেও জনগণের ক্ষতি হয়, এ রাস্তায় কোনওভাবেই হাঁটবে না সরকার। এক্ষেত্রে দেশের স্বার্থই সর্বাগ্রে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.