ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি এড়িয়ে এবার লম্বা লাফ ভারতের বাজারের। সোমবার বাজার খোলার পর হাজার পয়েন্ট উঠল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। রাশিয়ার তেল কেনায় ট্রাম্পের কুনজর পড়েছে ভারতের অর্থনীতি। ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ২৭ আগস্ট থেকে কার্যকর হতে চলেছে এই শুল্ক। এই ঘটনার বিরাট প্রভাব দেখা গিয়েছিল ভারতের বাজারে। তবে লাগাতার নিম্নমুখী হওয়ার পর এবার ঘুরে দাঁড়াল ভারতের বাজার। একইসঙ্গে ডলারের তুলনায় কিছুটা বাড়ল টাকার দামও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শুল্ক যুদ্ধের কালো মেঘ কাটিয়ে কোন ম্যাজিকে লম্বা লাফ দিল দালাল স্ট্রিটের ষাঁড়?
সোমবারের বাজার রিপোর্ট বলছে, এদিন বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে দেখা যায় সেনসেক্স ১১০০ পয়েন্টের কাছাকাছি বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও উপরে উঠতে থাকে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১০৬৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে গিয়েছে ৮১,৬৬১.৫৯ পয়েন্টে। পিছিয়ে নেই নিফটিও। রিপোর্ট বলছে, ৩৬৮ পয়েন্ট বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে বেড়ে নিফটি পৌঁছে যায় ২৫,০০২.৩২তে। বিএসই-র মিডক্যাপ ইনডেক্স এবং স্মল ক্যাপ ইনডেক্সও অনেকখানি বেড়েছে। ব্যাপক উত্থান দেখা গিয়েছে, অশোক লেল্যান্ড, ভোল্টাস, হুন্ডাই মোটর ইন্ডিয়া, হিরো মোটো, মারুতি সুযুকির শেয়ারে। শুধু তাই নয়, সকলকে চমকে দিয়ে বেড়েছে টাকার দামও। রিপোর্ট বলছে, ডলারের বিপরিতে টাকার দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৮৭.৩৯ টাকা।
বিশ্ব বাজারের চরম অস্থিরতার পর এই সাফল্যের নেপথ্যে বেশকিছু কারণ তুলে ধরছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে উল্লেখযোগ্য হল, স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাঠামোতে একটি বড় ধরনের সংস্কারের ঘোষণা। রিপোর্ট বলছে, কেন্দ্র বর্তমান ১২% এবং ২৮% জিএসটি স্ল্যাব বাতিল করার কথা বিবেচনা করছে। বেশিরভাগ পণ্যকে ৫% এবং ১৮% বিভাগে পুনর্বিন্যাস করা হচ্ছে। বিলাসবহুল পণ্যগুলিকে ৪০ শতাংশ জিএসটির আওতায় ঢোকানো হতে পারে। যাত্রীবাহী গাড়ি ও দুই চাকার পণ্যে জিএসটি কমাতে পারে কেন্দ্র। যা দেশের অর্থনীতিতে বড় সংশোধন বলে মনে করা হচ্ছে। এর সুফল পড়েছে দেশের বাজারে।
এর পাশাপাশি বৈশ্বিক ক্ষেত্রে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির লক্ষ্যে ইতিবাচক অগ্রগতি বাজারকে প্রভাবিত করেছে। সম্প্রতি আলাস্কায় এই ইস্যুতে বৈঠক হয় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের। আজ ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের দিকেও নজর রয়েছে বিশ্বের। এর সঙ্গেই বাজারের উত্থানের নেপথ্যে রয়েছে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে পতনের প্রভাব। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল রপ্তানির উপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি থেকে সরে আসায় তেলের দাম কমেছে। ব্রেন্টের দাম ০.২% কমে ব্যারেল প্রতি ৬৫.৭৪ ডলারে দাঁড়িয়েছে, যেখানে মার্কিন অপরিশোধিত তেলের দাম ০.১% কমে ব্যারেল প্রতি ৬২.৭৬ ডলারে দাঁড়িয়েছে। যার প্রভাব পড়েছে বিশ্বের বেশিরভাগ শেয়ার বাজারে। ভারতও তার ব্যতিক্রম ছিল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.