Advertisement
Advertisement
Mehbooba Mufti

‘যুদ্ধ ছেড়ে পাকিস্তানের সঙ্গে কথা বলুন’, কেন্দ্রের কাছে আর্জি মেহবুবার

'যুদ্ধ ছেড়ে বন্ধু হোক ভারত-পাকিস্তান', বার্তা মেহবুবার।

Stop ranting about war, talk about dialogue with Pakistan, says Mehbooba Mufti
Published by: Amit Kumar Das
  • Posted:July 28, 2025 4:48 pm
  • Updated:July 28, 2025 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের সঙ্গে আলোচনার বার্তা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির। সোমবার কেন্দ্রের কাছে পিডিপি নেত্রীর আর্জি, ভারত যদি শান্তি, সমৃদ্ধি ও প্রগতির পথে চলতে চায় তবে যুদ্ধের ভাষা ছেড়ে পাকিস্তানের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান খুঁজতে হবে।

Advertisement

শনিবার শ্রীনগরের শোর-ই-কাশ্মীর পার্কে দলের ২৬ তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা বলেন, “জম্মু ও কাশ্মীরের মানুষ ভারতের শত্রু নয়। আমরা সম্মানের সঙ্গে শান্তি চাই। সেটা বন্ধুত্বের রাস্তাতেই সম্ভব।” এরপরই ভারত-পাক সম্পর্ক নিয়ে তিনি বলেন, “যদি আমাদের দেশ গোটা বিশ্বের সামনে নিজেদের শক্তি তুলে ধরতে চায় এবং চিনকে পিছনে ফেলে সামনের সারিতে উঠে আসতে চায়, তাহলে যুদ্ধ ছাড়তে হবে। পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।” কেন্দ্রীয় সরকারের কাছে মেহবুবার আর্জি, সংঘাতের রাজনীতি ছেড়ে দুই দেশকে একজোট হয়ে মিলেমিশে থাকতে হবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। সেই ঘটনার জবাবে অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। ভারতের স্পষ্টবার্তা ছিল সন্ত্রাস ও আলোচনা কখনও একসঙ্গে চলতে পারে না। সোমবার এই ইস্যুতে সংসদেও স্পস্র বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানানো হয়েছে, ধর্মরক্ষায় শ্রীকৃষ্ণের থেকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে শিখেছে ভারত। পাকিস্তান কিছু করলে তার পালটা জবাব দেওয়া হবে। মোদি সরকারের নেতৃত্বে কোনও রকম সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। এহেন পরিস্থিতির মাঝে মেহবুবার এই বার্তা জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement