সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেণিকক্ষে রয়ে গিয়েছে বালিকা। খেয়ালই করেনি কেউ। দরজা তালাবন্ধ করে চলে যান সবাই। জানলা থেকে বেরতে গিয়ে লোহার রডে আটকে যায় পড়ুয়ার মাথা। সেই ভয়ংকর অবস্থায় রাত কাটল তার। পরে সকালে স্কুল খুললে উদ্ধার করা হয় বালিকাকে।
ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝার জেলায়। বাঁশপাল ব্লকের আঞ্জার সরকারি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী জ্যোৎস্না দেহুরী। বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল সে। কিন্তু স্কুল ছুটি হয়ে গেলেও বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি শুরু করে পরিবার। কান্নাকাটির রোলও ওঠে। কিন্তু স্কুলে কেউ আসেনি।
এদিকে শ্রেণিকক্ষেই আটকে পড়ে, জানলার ফাঁক গলে বেরনোর চেষ্টা করে বালিকা। শরীর বেরিয়ে গেলেও লোহার রডে আটকে যায় মাথা। সেই অবস্থাতেই সারারাত কাটে তার। পরের দিন সকালে স্কুলের রাঁধুনী আসতেই বিষয়টি নজরে পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবার ও গ্রামবাসীকে। জ্যোৎস্নাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সে সুস্থ আছে বলে খবর।
খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। প্রধানশিক্ষক-সহ স্কুলের প্রতিটি কর্মীদের কর্মজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একটি পড়ুয়া স্কুলে থেকে গেল কেউ বুঝতে পারলেন না কেন? কেন সব খতিয়ে না দেখে তালা বন্ধ করা হল? সেই প্রশ্নও উঠছে। ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.