ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কেন্দ্রের রিপোর্টেই দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা প্রকাশ্যে! একটা বা দুটো রাজ্য নয়, অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই করুণ দশা সরকারি শিক্ষাব্যবস্থার। যার জেরে পড়ুয়ারা ‘অচলায়তন’ ছেড়ে বেসরকারি শিক্ষাব্যবস্থায় ঝুঁকছে। যা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র।
কেন্দ্রের রিপোর্ট বলছে, সরকারি স্কুলগুলিতে দিন দিন পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। পাল্লা দিয়ে বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। মজার কথা হচ্ছে, সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম দেশের সব রাজ্যেই অনেক কম। তা সত্ত্বেও পড়ুয়ার সংখ্যা বাড়ছে বেসরকারি স্কুলে। এই প্রবণতা ‘বিব্রতকর’। বিশেষ করে তিনটি রাজ্য নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে কেন্দ্র। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলের সংখ্যা অর্ধেক হলেও পড়ুয়ার সংখ্যা দ্বিগুণ।
কেন্দ্রের হিসাব বলছে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ৪৫ হাজার বা ৭৩ শতাংশ। সেখানে ১৫ হাজার ২৬২টি হল বেসরকারি স্কুল। অথচ, সরকারি স্কুলে পড়াশোনা করে মাত্র ৪৬ শতাংশ পড়ুয়া। বেসরকারি স্কুলে পড়ে ৫২ শতাংশ পড়ুয়া। তেলেঙ্গানায় ৪২ হাজার ৯০১টি স্কুলের ৭০ শতাংশ সরকারি। অথচ মোট পড়ুয়ার ৬২ শতাংশই পড়ে বেসরকারি স্কুলে। উত্তরাখণ্ডেও ছবিটা একই রকম। এই তিন রাজ্যের পাশাপাশি বেসরকারি স্কুলের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে সব রাজ্যকেই চিঠি লিখেছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বাড়ছে। মিড ডে মিল নিয়ে পর্যালোচনা রিপোর্টেও উদ্বেগজনকভাবে পড়ুয়া হ্রাসের বিষয়টি চোখে পড়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, দেশের প্রায় সব রাজ্যেই সরকারি শিক্ষাব্যবস্থার বেহাল দশা। স্কুল আছে শিক্ষক নেই, শিক্ষক থাকলে পরিকাঠামো নেই, পরিকাঠামো থাকলেও সঠিকভাবে ব্যবহার করা হয় না। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়েই বেসরকারি শিক্ষায় ঝুঁকছেন অভিভাবকরা। এই পরিস্থিতি বদলাতে হলে আগে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করতে হবে সরকারকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.