সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ভাষা এবং মোদি সরকারের জাতীয় শিক্ষানীতি নিয়ে যখন দেশজুড়ে অব্যাহত বিতর্ক, সেই পরিস্থিতিতে মাতৃভাষা নিয়ে বড় মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। রবিবার ছোটবেলার স্কুলে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “মাতৃভাষা জীবনে মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে।” সাম্প্রতিক সময়ে দেশে বারবার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলি এর বিরুদ্ধে সরবও হয়েছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ছেলেবেলায় মুম্বইয়ের একটি মারাঠি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন গাভাই। রবিবার সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। গাভাই বলেন, “আজ আমি যে পদে রয়েছি, তার নেপথ্যে আমার শিক্ষকদের এবং এই স্কুলের অবদান অনস্বীকার্য। স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা এবং মূল্যবোধ আমার জীবনকে সমৃদ্ধ করেছে। স্কুল থেকেই শুরু হয়েছিল আমার জীবনের যাত্রা।” একইসঙ্গে তিনি বলেন, “স্কুলের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি।”
মারাঠি ভাষায় পড়াশোনার অভিজ্ঞতার কথা স্মরণ করে গাভাই মাতৃভাষার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, “মাতৃভাষায় পড়াশোনা কেবল ধারণাগত স্বচ্ছতাই বৃদ্ধি করে না, বরং জীবনে মূল্যবোধও গড়ে তুলতেও সাহায্য করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.