Advertisement
Advertisement
Supreme Court

‘গণহারে ভোটারের নাম বাদ গেলে হস্তক্ষেপ করব’, SIR মামলায় কমিশনকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি

বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছে।

Supreme Court allerts Election commission on mass exclusion during SIR of voter list

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 29, 2025 3:01 pm
  • Updated:July 29, 2025 5:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলাদা নির্দেশ নয়। কিন্তু যদি দেখা যায়, সেই কাজ করতে গিয়ে গণহারে ভোটারদের নাম বাদ পড়ছে, সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে সাফ হুঁশিয়ারি দিলেন বিচারপতিরা। আগেই বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ভোটার তালিকা সংশোধনের নামে গণহারে নাম বাদ নয়, উলটে জনতার নাম ঢোকানোই লক্ষ্য হওয়া উচিত। এবার মঙ্গলবার সরাসরি হুঁশিয়ারির সুরেই বলা হল, গণহারে নাম বাদ যেতে দেখলে অবশ্যই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট।  এদিকে, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র প্রথম শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার কথা উল্লেখ করে রাজ্য সরকার এবার তাতে যুক্ত হতে চায়। 

Advertisement

বিহারে SIR নিয়ে সুপ্রিম কোর্টে  দায়ের হওয়া সমস্ত মামলা একত্রিত করে সোমবার থেকে শুনানি শুরু হয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। তাতে গত সোমবার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে দাবি করা হয়, আইনবিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনও প্রক্রিয়া চালানো হচ্ছে না। তবে আধার কার্ড কেবল পরিচয়পত্র। ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে ৩২৬ ধারায় বিধিনিষেধ রয়েছে। এছাড়াও পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে। ফলে বিশেষ সংশোধনের ভিত্তিই হারিয়ে যায়। সেই সঙ্গে দেশজুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা। তাই ভোটার তালিকার যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না। 

কিন্তু নির্বাচন কমিশনের এহেন হলফনামা সত্ত্বেও সোমবার সুপ্রিম কোর্ট ফের পরামর্শ দেয়, আধার কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করা হোক। কিন্তু তাতে কমিশনের নিমরাজি মনোভাব দেখে মঙ্গলবারের শুনানিতে দুই বিচারপতি সাফ জানান, যদি এসআইআরের নামে গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, তাহলে মোটেই হাত গুটিয়ে বসে থাকবে না শীর্ষ আদালত। তখন হস্তক্ষেপ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ