ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হওয়া নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মহামারী পরিস্থিতিতে অনেকেই NEET দিতে পারেননি। তাঁদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিল সুপ্রিম কোর্ট।
সোমবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে ১৪ অক্টোবর দ্বিতীয়বার NEET নেওয়া হবে। ফল প্রকাশিত হবে ১৬ অক্টোবর। কারা সেই পরীক্ষায় বসতে পারবেন? এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা করোনা সংক্রমিত হওয়ার দরুণ পরীক্ষায় বসতে পারেননি, কিংবা কনটেনমেন্ট জোন এলাকায় বাড়ি হওয়ায় পরীক্ষা দিতে পারেননি, তাঁরাই ১৪ অক্টোবরের পরীক্ষায় বসতে পারবে।
Supreme Court allows NEET exam to be conducted on October 14 for students who could not appear for it due to COVID-19 infection or because of residing in containment zones; results on October 16.
— ANI (@ANI)
করোনা আবহে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা পিছতে চেয়ে পশ্চিমবঙ্গ-সহ ৬ অ-বিজেপি রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সেই আবেদন খারিজ হয়। কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন (Review Petetion) দায়ের করা হয়। সেই আবেদনও খারিজ হয়ে যায়। ১৩ সেপ্টেম্বর পরীক্ষা হয়।
কিন্তু বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন অনেকে। এর প্রেক্ষিতেই সোমবার আরও একদফা পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এ নিয়ে কেন্দ্রের তরফে এখনও কিছু জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.