Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘সুপ্রিম’ স্বস্তি আম্বানিদের, ‘আইন মেনেই কাজ করছে বনতারা’, ক্লিনচিট শীর্ষ আদালতের

‘বনতারা’র বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে।

Supreme Court-appointed SIT gives clean chit to Anant Ambani's Vantara

ফাইল ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:September 15, 2025 4:48 pm
  • Updated:September 15, 2025 5:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে অনন্ত আম্বানিদের বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’ সংশ্লিষ্ট আইন মেনেই কাজ করছে। সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে এমনটাই জানাল শীর্ষ আদালত দ্বারা নিযুক্ত চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট)।

Advertisement

‘বনতারা’র বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখানে পশুপাখিদের সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না। তাদের সেখানে নিয়ে আসার ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি। এমনকী ‘বনতারা’য় জলের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। পাশাপাশি, মামলাকারীরা অভিযোগ করেন, ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিয়ম এবং বিরল প্রাণীদের সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে যে বিধিনিষেধ রয়েছে তা-ও মানা হয়নি। এর স্বপক্ষে তাঁরা সংবাদমাধ্যমের বেশ কিছু প্রতিবেদনও তুলে ধরেন।

ওই অভিযোগগুলি খতিয়ে দেখতেই চার সদস্যের সিট গঠন করে সুপ্রিম কোর্ট। গত শুক্রবার আদালতে রিপোর্ট দিয়েছে সিট। সোমবার ওই রিপোর্টের ভিত্তিতেই কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি পিবি বড়ালের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আমরা রিপোর্টের সারাংশ পর্যালোচনা করেছি। তদন্তকারীরা ‘বনতারা’র গোটা কার্যকলাপ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। নিয়ম মেনেই সেখানে কাজ হচ্ছে।

উল্লেখ্য, মুকেশ-পুত্র অনন্ত আম্বানির মালিকানাধীন এই ‘বনতারা’ গুজরাটের জামনগরে অবস্থিত। বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রটিতে রয়েছে ২ হাজারেরও বেশি প্রজাতির পশুপাখি। সবমিলিয়ে দেড় লক্ষেরও বেশি প্রাণীর বসবাস সেখানে। গত মার্চ মাসে এটির শুভসূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণী চিকিৎসার সবরকম আধুনিক পরিষেবা রয়েছে ‘বনতারা’য়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ