Advertisement
Advertisement

Breaking News

SIR

আধার প্রামাণ্য নথি, নাম বাদ গেলে করা যাবে আবেদন! SIR মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Supreme Court asks ECI to accept Aadhar Card in SIR
Published by: Anwesha Adhikary
  • Posted:August 14, 2025 4:18 pm
  • Updated:August 14, 2025 4:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে বাদ ৬৫ লক্ষ ভোটারের নাম, প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড। পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। তাঁরা জানান, যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল, সেই কারণও জানাতে হবে কমিশনকে। এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে।

একইসঙ্গে আমজনতাকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডও প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে। আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপগুলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি।

উল্লেখ্য, দিনদুয়েক আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, আধার কার্ড কেবলই পরিচয়পত্র। সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়ছে সেটাই সঠিক। তবে লক্ষণীয়, কেবল বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ডকে বিবেচনা করা হবে ভোটার তালিকায় নাম থাকার জন্য। নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার গৃহীত হবে, এমনটা বলেনি শীর্ষ আদালত।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ