সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী বন্ডকে বৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷ এই ইস্যুতে স্বচ্ছতার পক্ষে সওয়াল করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ অন্তর্বর্তীকালীন রায়ে সমস্ত রাজনৈতিক দলকে অনুদান সম্পর্কিত সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ৷ ১৫ মে পর্যন্ত অনুদান সম্পর্কিত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ৷ আগামী ৩০ মে নির্বাচন কমিশনকে মুখবন্ধ খামে ওই তথ্য জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের৷
[ আরও পড়ুন: স্নাতক নন, অবশেষে নির্বাচনী হলফনামায় স্বীকার স্মৃতি ইরানির ]
সূত্রের খবর, এদিন রায়দানের সময় শীর্ষ আদালতের তরফে ইলেকশন বন্ড ইস্যুতে স্বচ্ছতা বজায় রাখার পক্ষে বারবারই জোর দেওয়া হয়৷ এবং বুঝিয়ে দেওয়া হয় যে নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে বদ্ধপরিকর দেশের শীর্ষ আদালত৷ কারণ, এর পরিণাম হতে পারে মারাত্মক৷ কী থাকবে ওই তথ্যে? আদালত সূত্রে খবর, তথ্য হিসাবে থাকতে হবে, রাজনৈতিক দলকে কে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, কবে সেই টাকা ওই রাজনৈতিক দলের ফান্ডে জমা পড়েছে ইত্যাদি৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শীর্ষ আদালতে এই মামলা করা হয়৷ আদালত সূত্রে খবর, রায়দানের সময় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা জানান, আদালতের তরফে নির্বাচন কমিশনের অবস্থান পরীক্ষা করে দেখা হয়েছে। গোটা বিষয়টিতে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে।
[ আরও পড়ুন: ঋতুস্রাবের ‘শাস্তি’ জরিমানা, বাধ্য হয়ে জরায়ু বাদ মহিলা শ্রমিকদের ]
Supreme Court asks all political parties who have received donations through Electoral Bonds to submit in sealed cover to the Election Commission details of donations received.
— ANI (@ANI)
In an interim order, Supreme Court asks political parties to give details of donors who donated through electoral bonds, amounts received from them, details of payment received on each bond etc. to the Election Commission by May 30.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.