Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

কাশ্মীরে কনস্টেবলকে হেফাজতে অত্যাচার, কাটা হয় যৌনাঙ্গও! অভিযুক্ত কর্তাদের কারাদণ্ডের সুপ্রিম নির্দেশ

২০২৩ সালের ঘটনায় ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ।

Supreme Court Big Order In 2023 Custodial Torture Case In Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:July 21, 2025 5:12 pm
  • Updated:July 21, 2025 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে এক পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়ে অকথ্য অত্যাচারের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির নিদান দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সময় বেঁধে সিবিআইকে ঘটনার তদন্ত করত বলল শীর্ষ আদালত। দুই বিচারপতির নির্দেশে নির্যাতনের শিকার কনেস্টবলকে ৫০ লক্ষ টাকা জরিমানা দেবে জম্মু-কাশ্মীর প্রশাসন। কোন ঘটনার জেরে এই নির্দেশিকা?

Advertisement

ঘটনাটি ২০২৩ সালের ২০ থেকে ২৬ ফেব্রুয়ারির। এই ছয় দিন ধরে পুলিশ কনস্টেবল খুরশিদ আহমদ চৌহানকে কুপওয়াড়ার জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আটকে রেখে অকথ্য অত্যাচারের অভিযোগ। আদালতে খুরশিদ অভিযোগ করেন, মারধরের পাশাপাশি কেটে নেওয়া হয়েছিল যৌনাঙ্গও। নাগরিকের মৌলিক অধিকারের প্রশ্ন তুলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আদালতে যান কনস্টেবল। যদিও পালটা তাঁর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা দায়ের হয়।

সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা ওঠে। সিবিআইকে আগামী এক মাসের মধ্যে তদন্তপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন দুই বিচারপতি। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত আধিকারিকদের এক মাসের মধ্যে গ্রেপ্তার করতে বলা হয়েছে। এইসঙ্গে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে অবিলম্বে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে খুরশিদকে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা বাতিল করেছে শীর্ষ আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement