ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন হাইকের্টের দুই প্রধান বিচারপতি এবং এক বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম।ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে নামের সেই তালিকা। সেখানে রয়েছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চান্দুরকর।
১৯৮৮ সালে বিচারপতি আঞ্জারিয়া গুজরাট হাইকোর্টে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২০২৪ সালে তিনি কর্নাটক হাইকোর্টের প্রাধন বিচারপতি হিসাবে নিযুক্ত হন। অন্যদিকে, ১৯৮৯ সালে রাজস্থান হাইকোর্টে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন বিচারপতি বিষ্ণোই। তিনিও গত বছর গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি পদে উন্নীত হন।
শীর্ষ আদালতের শূন্যপদ পূরণের জন্য সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কলেজিয়াম বৈঠকে বসেছিল। তার পরই এই তিন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বেলা ত্রিবেদীর অবসর গ্রহণের পর বর্তমানে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩১। কলেজিয়ামের এই সুপারিশে কেন্দ্র শিলমোহর দিলে বিচারপতির সংখ্যা হবে ৩৪।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.