Advertisement
Advertisement
Supreme Court

বন্যপ্রাণ সংরক্ষণের নিয়ম ভেঙেছে আম্বানির ‘বনতারা’! সিট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

সিট গঠনের 'সুপ্রিম' নির্দেশের পর কী দাবি কর্তৃপক্ষের?

Supreme Court constitutes SIT to investigate Vantara, how it acquires animals

ফাইল ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:August 26, 2025 5:10 pm
  • Updated:August 26, 2025 5:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন-কানুন বিশেষ না মেনেই দেশ এমনকী বিদেশ থেকে পশুপাখি সংগ্রহ করা হয়েছে। এমনই বড় অভিযোগ গুজরাটে মুকেশ আম্বানির বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’র বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখতে সোমবার বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সুপ্রিম কোর্ট। যার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্তি চেলমেশ্বর। রয়েছেন উত্তরাখণ্ড ও তেলেঙ্গানা হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাঘবেন্দ্র চৌহানও। তদন্তকারী দলের অন্য দুই সদস্যের একজন আইপিএস ও আইআরএস আধিকারিক। 

Advertisement

আম্বানিদের ‘বনতারা’র বিরুদ্ধে অভিযোগ উঠছে, বন্য পশুপাখীদের সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না। তাদের নিয়ে আসার ক্ষেত্রেও আর্থিক নিয়ম মানা হয়নি। পাশাপাশি ভারতের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের যে নিয়ম ও বিরল প্রাণী সংরক্ষণ করা নিয়ে আন্তর্জাতিক বিধিনিষেধ রয়েছে তাও মানা হয়নি আম্বানিদের তরফে। এমনকী বনতারায় জলের অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। নিজেদের দাবির সমর্থনে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে এমনটাই দাবি করেন মামলাকারীরা।

আম্বানিদের ‘বনতারা’য় কীরকম ভাবে কাজ হচ্ছে, ভারত সরকারের বন্যপ্রাণ সংরক্ষণ আইন যথাযথ ভাবে মানা হচ্ছে কিনা, অভিযোগ খতিয়ে দেখে বিশেষ তদন্তকারী দলকে ১২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল ও পিবি বরালের বেঞ্চ।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে ‘বনতারা’ কর্তৃপক্ষের তরফেও। তাতে জানানো হয়েছে, ‘বনতারা’ স্বচ্ছতা এবং আইন মেনে চলতে দায়বদ্ধ। তাঁদের লক্ষ্যই হল প্রাণীদের উদ্ধার করে তাদের পুনর্বাসন দেওয়া ও সম্পূর্ণ যত্ন নেওয়া। বিশেষ তদন্তকারী দলের সঙ্গে তারা সহযোগিতা করবে।পাশাপাশি নিজেদের কাজ গুরুত্ব সহকারে পালন করবে। এই নিয়ে অযথা গুজব না রটানোরও অনুরোধ করেছে ‘বনতারা’ কর্তৃপক্ষ।

মুকেশপুত্র অনন্ত আম্বানির তত্বাবধানে চলছে ‘বনতারা’। গুজরাটের জামনগরের বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে ২ হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির পশুপাখির আশ্রয়। সবমিলিয়ে দেড় লক্ষেরও বেশি প্রাণী সেখানকার বাসিন্দা। মার্চ মাসে এটির শুভসূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণী চিকিৎসার সবরকম আধুনিক পরিষেবা রয়েছে ‘বনতারা’য়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ