Advertisement
Advertisement
SSC

নিয়োগের সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি চাকরিহারা অশিক্ষক কর্মীদের, হস্তক্ষেপই করল না শীর্ষ আদালত

কেন হস্তক্ষেপ করল না আদালত?

Supreme Court did not hear petition of non teaching staff in SSC case

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2025 2:38 pm
  • Updated:October 13, 2025 4:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিহারা শিক্ষকদের নিয়োগে নতুন করে পরীক্ষার জন্য সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু গ্রুপ সি ও ডি-এর ক্ষেত্রে এমন কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। তাই নিয়োগের সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা ‘যোগ্য’ অশিক্ষক কর্মীরা। কিন্তু সেই মামলায় হস্তক্ষেপই করল না আদালত। খারিজ করে দেওয়া হয়েছে শিক্ষাকর্মীদের একাংশের আর্জি।

Advertisement

বিষয়টা ঠিক কী? চাকরি বাতিল হলেও আদালতের নির্দেশ মেনেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন ‘যোগ্য’ শিক্ষকরা। তবে শীর্ষ আদালতের নির্দেশ যে এই সময়ের মধ্যেই শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। কিন্তু অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও ডি’র নিয়োগ প্রক্রিয়া কতদিনের মধ্যে শেষ করতে হবে, তা নিয়ে নির্দিষ্টভাবে কোনও ডেডলাইন দেয়নি আদালত। ফলে কতদিনে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, তা ধোঁয়াশা চাকরিহারাদের কাছে। সেই কারণেই চাকরিহারা ‘যোগ্য’ অশিক্ষক কর্মীরা নিয়োগের সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

সোমবার ওই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে। সেখানেই দুই বিচারপতি সাফ জানিয়েছেন মূল মামলার রায় ঘোষণা হয়ে গিয়েছে। তাই অতিরিক্ত আর কোনও মামলা শোনা হবে না। তবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর নতুন কোনও মামলা হলে তা শোনা হবে বলেই জানিয়েছেন বিচারপতিরা। প্রসঙ্গত, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়ে গত এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। ইতিমধ্যেই শিক্ষকদের নতুন করে নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ