Advertisement
Advertisement
Supreme Court

SSC তালিকায় নাম নেই বহু অযোগ্যর! ‘যোগ্য’দের মামলায় ‘বিরক্ত’ সুপ্রিম কোর্ট

কী বললেন বিচারপতিরা?

Supreme Court dismisses case by untaineted on name of tainted in the list released by SSC

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 1, 2025 2:43 pm
  • Updated:September 1, 2025 7:35 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে ‘দাগি’ হিসেবে ১৮০৬ জনের নাম রয়েছে। কিন্তু তদন্তের সময় সিবিআইয়ের মামলায় আরও বেশি নাম ছিল বলে দাবি ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের। তাহলে বাকি নাম কেন এসএসসি-র তালিকা থেকে বাদ গেল? এই প্রশ্ন তুলে সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন যোগ্যরা। তবে এনিয়ে বাড়তি মামলার চাপ নিতে নারাজ সুপ্রিম কোর্ট। বিরক্তিপ্রকাশ করেন বিচারপতিরা। যদিও ‘যোগ্য’দের অভিযোগ খতিয়ে দেখতে এসএসসি-কেই ফের নির্দেশ দেন তাঁরা।

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানান ‘যোগ্য’রা। সিবিআইয়ের দেওয়া ‘অযোগ্য’ তালিকার চেয়ে অনেক কম নাম রয়েছে এসএসসি-র প্রকাশিত তালিকায়। তা নিয়েই আপত্তি তাঁদের। তবে শীর্ষ আদালত এসএসসি মামলায় আর বাড়তি চাপ নিতে নারাজ। তাই যোগ্যদের আবেদন প্রসঙ্গে দুই বিচারপতির বক্তব্য, তালিকা নিয়ে যাঁর যা অভিযোগ, তা স্কুল সার্ভিস কমিশনই খতিয়ে দেখুক। এই মর্মে এসএসসি-কে নির্দেশও দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁরা বলেন,  ‘‘প্রতিদিন এক বিষয়ে এখানে মামলা আসছে। আমরা সব বিবেচনা করেছি।’’

কেন কমিশনের প্রকাশিত তালিকায় নাম এত কম? সোমবার শীর্ষ আদালতে এই প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসিকে। তবে তার জবাবও দিয়েছেন কমিশনের কর্তারা। তাঁদের যুক্তি, যাঁদের নাম সিবিআইয়ের তালিকায় ছিল, তাঁদের সবাইকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়নি।যারা নিযুক্ত হয়েছিল, এই তালিকায় শুধু তাদেরই নামই আছে। নিযুক্তদের মধ্যে তারা ‘দাগি’ বলে চিহ্নিত। তা শুনে শীর্ষ আদালতের বিচারপতিরা জানান, কোনও অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে। কমিশনের আইনজীবী প্রীতিকা দ্বিবেদী জানান, কমিশন সেদিকে নজর রাখছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ