Advertisement
Advertisement
Supreme Court

শেষ হয়নি তদন্ত, সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন সোফিয়া কুরেশিকে কুমন্তব্য করা বিজেপি মন্ত্রী

বিজয়ের কণ্ঠস্বরের নমুনা এখনও পরীক্ষা করতে পারেনি সিট।

Supreme Court extends interim protection to Vijay Shah
Published by: Anwesha Adhikary
  • Posted:May 29, 2025 2:05 pm
  • Updated:May 29, 2025 2:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি মন্ত্রীকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছে সিট। তবে শীর্ষ আদালতের নির্দেশে গঠিত সিট এখনও তদন্ত শেষ করতে পারেনি। উল্লেখ্য, মন্ত্রীকে বরখাস্ত করার দাবি তুলেছে কংগ্রেস। তাঁর বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় দায়ের হয়েছে এফআইআর।

Advertisement

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে। মন্তব্যে সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত।

কিন্তু এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার মুখে পড়েন বিজয়। মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির তরফেও রীতিমতো তিরস্কার করা হয় বিজয়কে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজয়কে তিরস্কার করে সুপ্রিম কোর্টও। তবে প্রথম থেকেই বিজেপি মন্ত্রীকে রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে।

ইতিমধ্য়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছে শীর্ষ আদালতের নির্দেশে তৈরি হওয়া সিটের রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয়, বিজয়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। তবে কণ্ঠস্বরের নমুনা এখনও পরীক্ষা করা সম্ভব হয়নি। তার জেরে এখনও তদন্ত শেষ হয়নি বিজয়ের বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ