Advertisement
Advertisement
Supreme Court of India

বালি মাফিয়ার মার সাংবাদিকদের, আক্রান্তদের বিরুদ্ধেই মামলা পুলিশের! ঢাল হয়ে দাঁড়াল আদালত

সুরক্ষার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ওই দুই সাংবাদিক।

Supreme Court gives big relief to two journalists from Madhya Pradesh

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 9, 2025 4:35 pm
  • Updated:June 9, 2025 4:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মধ্যপ্রদেশের দুই সাংবাদিকের। সোমবার শীর্ষ আদালত দুই সাংবাদিক অন্তর্বতী সুরক্ষা দিয়েছে। আদালত জানিয়েছে, কোনও ভাবেই ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপগ্রহণ করতে পারবে না পুলিশ। ওই দুই সাংবাদিকের অভিযোগ ছিল বালি দুর্নীতির খবর করার অপরাধে ভিন্দ জেলার পুলিশ তাঁদের নিগ্রহ করেছিল। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছিল। নিজেদের সুরক্ষার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ওই দুই সাংবাদিক।

Advertisement

বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ ওই দুই সাংবাদিককে পরামর্শ দিয়েছে, তাঁরা যেন এই মামলা নিয়ে মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হয়। পাশাপাশি ওই মামলার শুনানি দুই সপ্তাহের মধ্যে করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

শশিকান্ত গোয়েল এলাকার একটি আঞ্চলিক দৈনিক বেজোর রত্ন নামে একটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত এবং অপরজন অমরকান্ত চৌহান স্বরাজ এক্সপ্রেসের জেলা ব্যুরো পদে কর্মরত রয়েছেন। দু’জনেই বালি মাফিয়াদের বিরুদ্ধে অবৈধভাবে বালি চুরির অভিযোগে প্রতিবেদন করেছিলেন। এর পরই তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ছিল। সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই সাংবাদিক।

এদিকে আগের দিনের শুনানিতে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তর ও দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। তাছাড়া ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও ওই দুই সাংবাদিকের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। এদিকে সাংবাদিকদের নিগ্রহের ঘটনার নিন্দা করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট। এই ঘটনায় ভিন্দ জেলার পুলিশ সুপার অসিত যাদবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ